মায়েদের বন্দনায় ক্রিকেটাররা
মায়েদের নিয়ে আমাদের কতশত স্মৃতি। মা মানে মমতা, মা মানে বিশ্বাস, মা মানে বিশালতা। প্রতি বছর একটি দিন পালিত হয় আন্তর্জাতিক মা দিবস। মে’র দ্বিতীয় রোববার পালিত হয় দিনটি। সেই হিসেবে ২০২৪ সালে মা দিবস আজ রোববার (১২ মে)।
বাংলাদেশ ক্রিকেট দলের তারকারা দিনটিতে মেতেছেন মায়েদের বন্দনায়। অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, সৌম্য সরকার, তানজিদ তামিমরা জানালেন মাকে নিয়ে নিজেদের মনের অনুভূতি। প্রত্যেকের একই মত, তারা যেন মায়েদের পাশে থাকতে পারে।
শান্ত বলেন, ‘মা আমাকে যেভাবে আগলে রাখেন সেটি অবিশ্বাস্য। ছোটবেলা থেকে সাপোর্ট করেছেন, পাশে থেকেছেন। এখন আমার খেলা নিয়ে খুব চিন্তা করেন। পেছন থেকে আমাকে সবসময় সাপোর্ট করেন। খারাপ সময়ে তিনি আমার পাশে ছায়ার মতো ছিলেন, এখনও আছেন। মায়ের অবদান অনেক বেশি।’ মাকে নিয়ে বলতে গিয়ে এ সময় চোখ ছলছল হয়ে ওঠে শান্তর।
হৃদয় বলেন, ‘মাকে নিয়ে তো বলে শেষ করা যাবে না। মা তুমি আমার জন্য যতটুকু করেছো, তা সারাজীবন মনের ভেতর থেকে যাবে। মায়ের প্রতি এতটুকুই বলতে চাই, মা তুমি ভালো থাকো। দোয়া করো, তোমার ছেলে যেন দেশের জন্য কিছু করতে পারে।’
জাকের আলী বলেন, ‘আমি এখনও মায়ের ওপর নির্ভরশীল। তিনি আমাকে ভাত বেড়ে না দিলে খেতে পারি না। ছোটবেলা থেকে আমাদের অনেক কষ্ট করে মা বড় করেছেন। তার অনেক নিবেদন, অনেক পরিশ্রম আছে আমাদের পাঁচ ভাইবোনের পেছনে।’
মাকে নিয়ে সৌম্যর অনুভূতি, ‘মা না থাকলে তো এতদূর আসতে পারতাম না। মায়ের ঋণ তো কখনোই শোধ করা যাবে না। যত বড়ই হই না কেন, তোমার কাছে তোমার সন্তান সবসময়ই ছোট। মা তুমি দীর্ঘজীবী হও। তোমাকে ভালোবাসি।’
তামিম বললেন সবার না বলা কথা। ‘মা তোমাকে যা এতদিন বলা হয়নি, আজ বলি— মা তোমাকে ভালোবাসি।’