রাজস্থানকে অল্পতে থামাল চেন্নাই
দীর্ঘদিন পর আইপিএলে ফের একদিনে দুই ম্যাচ। দিনের প্রথম ম্যাচে আজ রোববার (১২ মে) মাঠে নেমেছে চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস। চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেয় রাজস্থান। ২০ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে দলটি স্কোরবোর্ডে জমা করে ১৪১ রান।
জস বাটলার ও যশস্বী জাইসওয়াল মিলে একটা মোটামুটি মানের শুরু এনে দেন। ওপেনিংয়ে ৪৩ রান এলেও খেলতে হয়েছে ৬.২ ওভার। ২১ বলে ২৪ রানের সাদামাটা ইনিংস খেলা জাইসওয়ালকে বিদায় করেন সিমারজিৎ সিং। বাটলার ছিলেন আরও মন্থর। ২৫ বলে ২১ করে তিনিও আউট হন সিমারজিতের বলে।
ভালো করতে পারেননি রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনও। ১৯ বলে মোটে ১৫ রান আসে তার ব্যাট থেকে। যথারীতি তাকেও শিকার করেন সিমারজিৎ। টপ অর্ডারের তিন ব্যাটারকে ফিরিয়ে ম্যাচ চেন্নাইয়ের নিয়ন্ত্রনে নেন সিমারজিৎ। ৯১ রানে তিন উইকেট হারানো রাজস্থান ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে রিয়ান পরাগ ও ধ্রুব জুরেলের ব্যাটে। এই জুটিতে আসা ৪০ রান বিপদ সামাল দেয়। তবে, দুজনই আউট হলে থেমে যায় রানের চাকা। হাতে উইকেট থাকলেও দেড়শর নিচে থামতে হয় রাজস্থানকে।
চেন্নাইয়ের পক্ষে সিমারজিৎ তিনটি এবং তুষার দেশপান্ডে নেন দুটি উইকেট।