রাহুল-গোয়েঙ্কা ইস্যুতে লখনৌ মালিককে ধুয়ে দিলেন শেবাগ
আইপিএলে লোকেশ রাহুল-সঞ্জীব গোয়েঙ্কা বিতর্ক বেড়েই চলেছে। সানরাইজার্স হায়দরাবাদের কাছে হারের পরে দলের অধিনায়ক রাহুলকে ভর্ৎসনা করেন লখনৌ সুপার জায়ান্টসের মালিক সঞ্জীব গোয়েঙ্কা। সেই ঘটনায় এবার মুখ খুললেন সাবেক ভারতীয় ক্রিকেটার ও ধারাভাষ্যকার বীরেন্দ্রর শেবাগ।
সম্প্রতি এক সাক্ষাৎকারে শেবাগ বলেন, ‘এই সব ব্যবসায়ীরা বোঝে শুধু লাভ-ক্ষতি। কিন্তু এখানে তো তার কোনো ক্ষতিও হয়নি। তাহলে কী নিয়ে এত ক্ষুব্ধ? আপনি ৪০০ কোটি রুপি আয় করেন। এটা এমন ব্যবসা, যেখানে আপনার নিজের কিছুই করার নেই। এখানে কাজ করার জন্য অন্যরা আছে। যাই ঘটুক না কেন, আপনি তো লাভ করছেন।’
শেবাগ আরও যোগ করেন, ‘আপনার কাজ খেলোয়াড়দের উৎসাহ যোগানো। যে ঘটনাটা ঘটেছে, এই খেলোয়াড় চলে যেতে চাইলে তো নেওয়ার জন্য আরও ফ্র্যাঞ্চাইজি আছে। আর আপনি যদি একজন খেলোয়াড়কে হারিয়ে ফেলেন, আপনার জেতার সুযোগ তো শূন্য।’
এদিকে, ভারতীয় সংবাদসংস্থা পিটিআইকে লখনৌর দলের একটি সূত্র জানিয়েছে আগামী মৌসুমে রাহুলকে ছেড়ে দিতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। সেক্ষেত্রে নতুন কোনো দলে দেখা যেতে পারে তাকে। লখনৌর জার্সিতে এখন পর্যন্ত তিন আসর মিলিয়ে ৩৬ ম্যাচে ১৩৫০ রান করেছেন তিনি। চলতি আসরেও ১২ ম্যাচে ৩৮ গড়ে করেছেন ৪৬০ রান।