প্রস্তুতি খুব ভালো, লক্ষ্য গ্রুপ পর্ব পার করা : হাথুরুসিংহে
আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। আজ বুধবার মধ্যরাতেই বিশ্বকাপের বিমানে উঠবে বাংলাদেশ ক্রিকেট দল। দেশ ছাড়ার আগে শেষ দিনটা খুব ব্যস্ততায় কাটছে বাংলাদেশের। অনুশীলন, টিম মিটিং, অফিশিয়াল ফটোশুটসহ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন।
এদিন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আসেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ও চন্ডিকা হাথুরুসিংহে। সেখানে জানান বিশ্বকাপ নিয়ে নিজেদের প্রত্যাশা ও প্রস্তুতির খবর।
নিজেদের প্রস্তুতি নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহে বলেছেন, ‘আমাদের প্রস্তুতি মনে হয় খুব ভালো। চট্টগ্রামে আমাদের ভালো ক্যাম্প হয়েছে। সবমিলিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টেয়েন্টি সিরিজ খেলেছি। এই সিরিজটা খেলায় প্রস্তুতি ভালো হয়েছে। এই ম্যাচগুলোতে বেশিরভাগ খেলোয়াড়কে সুযোগ দিয়েছি আমরা। যেখানে আমরা কিছু জায়গা এক্সপোজ করছি। কিছু ব্যক্তিগত পারফরম্যান্স নিয়েও চিন্তার জায়গা আছে, তবে এর বাইরে আমাদের প্রস্তুতি বেশ ভালো।’
এরপর প্রত্যাশা নিয়ে কোচ বলেছেন, ‘প্রতিটা টুর্নামেন্টে আমাদের আগের চেয়ে ভালো করার সুযোগ। টি-টোয়েন্টি ক্রিকেট আমাদের জন্য চ্যালেঞ্জের। আমরা র্যাঙ্কিংয়ে কোথায় আছি, সেটাতেও দেখা যায়। এখানে অস্বীকার করার কিছু নেই। কিন্তু আমাদের যে প্রস্তুতি, সেটার হিসাবে বলতে পারি আগের চেয়ে ভালো করার সুযোগ আছে।’