টি-টোয়েন্টির নেতৃত্ব ছাড়লেন শান্ত, কে হচ্ছেন নতুন অধিনায়ক?
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বের মেয়াদ শেষ হয়েছে গত বছরের ডিসেম্বরে। আসন্ন আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে তিনি বাংলাদেশ দলের অধিনায়ক থাকবেন কিনা তা নিয়ে চলছে জল্পনা-কল্পনা। এরই মধ্যে জানা গেল, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে আগ্রহী নন এই ক্রিকেটার। তবে বাকি দুই ফরম্যাটে তার ওপরই আস্থা বিসিবির।
গত বছরের ফেব্রুয়ারিতে অনেকটা ঘটা করেই বাংলাদেশ দলের তিন সংস্করণের অধিনায়ক হিসেবে বাঁহাতি ব্যাটার শান্তর নাম ঘোষণা করেছিল দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা বিসিবি। তৎকালীন বোর্ড প্রধান নাজমুল হোসেন পাপন গণমাধ্যমকে জানিয়েছিলেন ২০২৪ সালের জন্য তিন ফরম্যাটে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হয়েছে শান্তকে।
তাই স্বাভাবিকভাবেই চলতি বছরের শুরুতে তার অধিনায়কত্ব নিয়ে সিদ্ধান্ত আসার কথা ছিল। হয়েছেও তাই। দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিক এর প্রতিবেদন অনুযায়ী, টি-টোয়েন্টিতে আর অধিনায়কত্ব করতে আগ্রহী নন শান্ত। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ নিজেও।
ওই দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে বিসিবি সভাপতি বলেন, ‘শান্ত ফাইনালি বলে দিয়েছে সে আর টি–টোয়েন্টি দলের অধিনায়কত্ব করবে না। আমরাও এটা মেনে নিয়েছি। তবে যেহেতু আপাতত আমাদের টি–টোয়েন্টি খেলা নেই, হাতে সময় আছে; এখনই নতুন অধিনায়ক নিচ্ছি না। তবে যদি চোটের সমস্যা না থাকে, ওয়ানডে ও টেস্টে শান্তই অধিনায়ক থাকবে। সেভাবেই কথা হয়েছে।’
কুঁচকির চোটে ওয়েস্ট ইন্ডিজ সফরে যেতে পারেননি শান্ত। তার অনুপস্থিতিতে টেস্ট ও ওয়ানডে সিরিজে অধিনায়ক ছিলেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। আর টি-টোয়েন্টি সিরিজে দলনেতার ভূমিকা পালন করেন উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। তার নেতৃত্বে ক্যারিবিয়ানদের ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। এরপর সংবাদ সম্মেলনে লিটন জানান, বিসিবি চাইলে পূর্ণ মেয়াদেও দায়িত্ব পালন করতে তৈরি তিনি। তাই লিটনই যে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন তা অনেকটাই অনুমিত।