প্লে-অফে কলকাতা-রাজস্থান, জটিল সমীকরণে কোহলি-ধোনিরা
আর পাঁচ ম্যাচের অপেক্ষা, এরপরই শেষ হচ্ছে চলতি আইপিএলের লিগ পর্বের লড়াই। এরমধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। বাকি দুই জায়গার জন্য এখনও লড়াইয়ে চেন্নাই-হায়দরাদের মতো তারকাসমৃদ্ধ দলগুলো। জেনেও নেওয়া যাক শেষ চার নিশ্চিতে দলগুলোর সমীকরণ।
চেন্নাই সুপার কিংস
১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে তিনে পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস। দলটির রানরেট (০.৫২৮)। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে নিজেদের শেষ ম্যাচ জিততে পারলেই প্লে-অফ নিশ্চিত হবে ধোনিদের। আর হেরে গেলে পড়তে হবে সমীকরণের মারপ্যাঁচে। সেই ম্যাচে অন্তত ২০০ রান তাড়া করতে নেমে ১৮ রানের কম ব্যবধানে হারলে তাদের রানরেট বেঙ্গালুরুর ওপরে থাকবে। কিন্তু বড় ব্যবধানে হারলে বিপাকে পড়তে হবে দলটিকে।
সেক্ষেত্রে তাকিয়ে থাকতে হবে প্লে-অফের দৌড়ে থাকা আরেক দল সানরাইজার্স হায়দরাবাদের দিকে। যাদের এখনও দুটি ম্যাচ বাকি রয়েছে। হায়দরাবাদ যদি সেই দুই ম্যাচেই হারে এবং রানরেটে চেন্নাই থেকে পিছিয়ে থাকে তবেই প্লে-অফ নিশ্চিত হবে সিএসকের। সে ক্ষেত্রে চেন্নাই ও বেঙ্গালুরু—উভয় দলই শেষ চার নিশ্চিত করবে।
সানরাইজার্স হায়দরাবাদ
১২ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে সানরাইজার্স হায়দরাবাদ। দলটির হাতে আরও দুই ম্যাচ আছে। প্লে-অফে যেতে তাদের প্রয়োজন মাত্র ১ পয়েন্ট। বাকি দুই ম্যাচের যেকোনো একটি জিতলেই প্লে-অফ নিশ্চিত হবে তাদের। আর দুটোতেই হেরে গেলে বেঙ্গালুরু-চেন্নাই ম্যাচে চেন্নাইয়ের জয়ের প্রার্থনা করতে হবে হায়দরাবাদকে। পাশাপাশি রানরেটে থাকতে হবে দিল্লির ওপরে। বর্তমানে হায়দরাবাদে রানরেট (০.৪০৬)। নিজেদের শেষ দুই ম্যাচের একটি কিংবা দুটি জিতলেও রাজস্থানকে টপকে শীর্ষ দুইয়ে ওঠার সুযোগ থাকবে হায়দরাবাদের।
রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু
১৩ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের ছয়ে অবস্থান কোহলিদের। বর্তমানে তাদের রানরেট (০.৩৮৭)। একমাত্র দল হিসেবে শেষ পাঁচ ম্যাচ জিতে দারুভাবে প্লে-অফের দৌড়ে টিকে আছে আরসিবি। তবে, দলটির হাতে মাত্র একটি ম্যাচ থাকায় সমীকরণও বেশ জটিল। যে ম্যাচে তাদের প্রতিপক্ষ ধোনির চেন্নাই। দুই দলের জন্যই বাঁচা-মরার ম্যাচ এটি।
সমীকরণ অনুযায়ী, হায়দরাবাদ যদি বাকি দুই ম্যাচ থেকে ১টি পয়েন্ট পায়, তাহলে ১৩ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে চেন্নাইকে পয়েন্ট টেবিলে টপকে যাওয়ার সুযোগ পাবে বেঙ্গালুরু। সে ক্ষেত্রে আগে ব্যাট করে ২০০ রান তুললে অন্তত ১৮ রানের ব্যবধানে জিততে হবে। আর পরে ব্যাট করে ২০০ তাড়া করলে জিততে হবে ১৮.১ ওভারের মধ্যে।
এখানেই শেষ নয়, সেক্ষেত্রে হায়দরাবাদকে নিজেদের শেষ দুই ম্যাচেই হারতে হবে এবং ১৪ পয়েন্টই থাকতে হবে। চেন্নাইয়ের বিপক্ষে হার কিংবা ম্যাচ পরিত্যক্ত হলে হায়দরাবাদ ছিটকে যাবে, এবং আরসিবি শেষ চার নিশ্চিত করবে। আপাতদৃষ্টিতে কোহলিদের জন্য এই সমীকরণ প্রায় অসম্ভব। তবে অনিশ্চয়তার খেলা ক্রিকেটে যে সবই সম্ভব।