চেন্নাই-বেঙ্গালুরু ম্যাচে বৃষ্টির শঙ্কা, ম্যাচ বাতিল হলে প্লে-অফে উঠবে কে?
সম্ভবত এবারের আইপিএলের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে নামছে ধোনির চেন্নাই সুপার কিংস ও কোহলির রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এরইমধ্যে প্লে-অফ নিশ্চিত হয়েছে তিন দলের। বাকি এক জায়গার জন্য লড়াইয়ে চেন্নাই-আরসিবি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে বাধ সাধতে পারে বৃষ্টি।
আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী, এই ম্যাচে রয়েছে বৃষ্টির প্রবল সম্ভাবনা। বৃষ্টি হলে এই ম্যাচটি আয়োজন করা সম্ভব হবে তো, তা নিয়ে চিন্তিত ভক্তরা। যদিও বেঙ্গালুরুর পানি নিষ্কাশন ব্যবস্থা বিশ্বমানের হওয়ায় কিছুটা স্বস্তিতে আয়োজকরা।
অ্যাকুওয়েদার থেকে প্রাপ্ত তথ্য অনুসারে, বেঙ্গালুরুতে আজ ৮৭ শতাংশ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে সন্ধ্যা সাতটা থেকে এগারোটা পর্যন্ত বৃষ্টিপাত ৩০ থেকে ৫০ শতাংশ হবে বলে জানা গেছে। যদিও সকাল থেকে বেঙ্গালুরুর আকাশ বেশ পরিস্কার দেখা গেছে।
বেঙ্গালুরু ও চেন্নাইয়ের ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গেলে এবারের আইপিএল থেকে ছিটকে যাবে বিরাট কোহলির দল। আরসিবি এখনও পর্যন্ত ১৩টি ম্যাচের মধ্যে ৬টি জিতেছে। লিগ তালিকায় ছয় নম্বরে রয়েছে বিরাট কোহলির দল। প্লে-অফের দৌড়ে টিকে থাকতে হলে, শেষ ম্যাচটি যে কোনো মূল্যে জিততে হবে তাদের।
আর বৃষ্টিতে যদি খেলা মাঠে না গড়ায় সেক্ষেত্রে চতুর্থ দল হিসেবে প্লে-অফে যাবে চেন্নাই। কারণ, ম্যাচ বাতিল হলে পয়েন্ট ভাগাভাগি হয়ে যাবে। সেক্ষেত্রে ১৫ পয়েন্ট নিয়ে সরাসরি শেষ চার নিশ্চিত হবে দলটির।