যুক্তরাষ্ট্রের বিপক্ষে নতুন মাইলফলকে সাকিব
বাংলাদেশের কাছে ম্যাচটি মান বাঁচানোর। কারণ, যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজের তৃতীয় ম্যাচে হারলেই হোয়াইটওয়াশের লজ্জা পাবে বাংলাদেশ। তবে, সাকিব আল হাসানের এই মান বাঁচানোর ম্যাচেই হাতছানি মাইলফলক ছোঁয়ার। মাঠে নেমে সেটাই করলেন তিনি। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচটিতে ৭০০তম উইকেটের মাইলফলক স্পর্শ করলেন দেশসেরা অলরাউন্ডার।
টেক্সাসে ম্যাচটিতে যুক্তরাষ্ট্রের ইনিংসের তৃতীয় ওভারে এসেই প্রথম বলে ছক্কা হজম করেন বাঁহাতি স্পিনার। এরপর নিজের দ্বিতীয় ওভার করতে এসেও সাকিব হজম করেন বিশাল এক ছক্কা। তবে ওই ওভারের শেষ বলে যুক্তরাষ্ট্রের উদ্বোধনী জুটি ভাঙেন বাঁহাতি স্পিনার।
সৌম্য সরকারের হাতে লং অনে ক্যাচ বানিয়ে বিদায় করেন স্বাগতিক ওপেনার অ্যান্ড্রিস গিউসকে। ৪৬ রানের এই জুটি ভাঙার সাথে সাথেই ৭০০ উইকেট নেওয়ার মাইলফলক স্পর্শ করেন সাকিব। এই নিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ৭০০ উইকেটের মালিক হলেন বাংলাদেশের সাবেক এই অধিনায়ক। সেই সাথে ব্যাট হাতে তার নামের পাশে রয়েছে ১৪ হাজার ৫১৫ রান। ক্রিকেট ইতিহাসে যেটা কারও নেই। ৭০০ উইকেট ও ১৪ হাজার রানের অধিক করা বিশ্বের একমাত্র ক্রিকেটার এখন সাকিব আল হাসান।
ম্যাচটিতে নামার আগে তার নামের পাশে ছিল ৬৯৯টি উইকেট। যা এখন দাঁড়ালো ৭০০ তে। টেস্টে সাকিবের উইকেট ২৩৭টি। সাদা বলের ক্রিকেটে ওয়ানডেতে তার উইকেট ৩১৭টি। টি-টোয়েন্টিতে হলো ১৪৬টি।