বৈরী আবহাওয়ায় পরিত্যক্ত বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ
মাঠে গড়ানোর আগেই শেষ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র ম্যাচ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আজ মঙ্গলবার (২৮ মে) থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ। প্রথম দিন মাঠে নামার কথা ছিল সহ-স্বাগতিক যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের। কিন্তু, বৈরী আবহাওয়ায় পরিত্যক্ত হয়েছে ম্যাচটি। এমনকি হয়নি টসও।
বাংলাদেশের বিপক্ষে এর আগে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল যুক্তরাষ্ট্র। ২-১ ব্যবধানে সিরিজ জেতে দলটি। ফলে, বাংলাদেশের আত্মবিশ্বাস ঠেকে তলানিতে। টানা দুই হারের পর শেষ ম্যাচ জিতে হারানো আত্মবিশ্বাস ফিরে পান চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে হওয়ার কথা ছিল ম্যাচটি।
ম্যাচ ঘিরে বাংলাদেশের ক্রিকেটারদের অনুশীলনে বেশ মনোযোগী দেখা যায়। বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ হওয়ায় নিজেদের ঝালিয়ে নেওয়ার বড় সুযোগ হতে পারত ম্যাচটি। প্রতিকূল আবহাওয়া সেটি হতে দিল না। বিশ্বকাপের আগে বাংলাদেশের দ্বিতীয় প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে, আগামী ১ জুন।
বিশ্বকাপের মূলপর্ব শুরু হবে ২ জুন থেকে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৮ জুন, প্রতিপক্ষ শ্রীলঙ্কা। গ্রুপে বাকি তিন ম্যাচে বাংলাদেশ যথাক্রমে—১০ জুন দক্ষিণ আফ্রিকা, ১৩ জুন নেদারল্যান্ডস এবং ১৭ জুন নেপালকে মোকাবিলা করবে।
বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশা নিয়ে উইকেটরক্ষক ব্যাটার জাকের আলী অনিক বলেন, ‘দল হিসেবে আমরা চাইব, ধাপে ধাপে যেন এগোতে পারি। অবশ্যই ইচ্ছা আছে, আগে যা অর্জন করতে পারিনি এবার যেন সেসব করতে পারি। আগের বছরগুলোকে ছাপিয়ে যেতে চাই এ বছর।’