বিশ্বকাপে সর্বোচ্চ রানের মালিক যারা, আছেন এক বাংলাদেশিও
দরজায় কড়া নাড়ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। আর তিনদিন পরই যুক্তরাষ্ট্রের মাটিতে শুরু হবে বিশ্বকাপের নবম আসর। সেই বিশ্বকাপের আগে পরিসংখ্যানের পাতায় চোখ বুলিয়ে নেওয়া যাক। আজ থাকছে গত আট বিশ্বকাপের সর্বোচ্চ রান সংগ্রাহকরা। যে তালিকায় আছেন এক বাংলাদেশিও।
ম্যাথু হেইডেন, অস্ট্রেলিয়া (২০০৭)
অস্ট্রেলিয়ান তারকা ওপেনার ম্যাথু হেইডেন ২০০৭ বিশ্বকাপে ব্যাট হাতে রীতিমত তাণ্ডব চালিয়েছেন। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম আসরেই ব্যাট হাতে দেন সামর্থ্যের প্রমাণ। সেই বিশ্বকাপে ৮৮.৮৩ গড়ে সর্বোচ্চ ২৬৫ রান করেন তিনি। সেটাই ছিল হেইডেনের শেষ টি-টোয়েন্টি বিশ্বকাপ।
তিলকরত্নে দিলশান, শ্রীলঙ্কা (২০০৯)
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় আসরে দলকে শিরোপা জেতাতে না পারলেও ব্যাট হাতে দারুণ খেলেন ওপেনার তিলকরত্নে দিলশান। দ্বিতীয় সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫৭ বলে ৯৬ রানের অপরাজিত এই ইনিংস খেলেন এই ব্যাটার। সেই বিশ্বকাপে দলকে শিরোপা জেতাতে না পারলেও ব্যাট হাতে সর্বোচ্চ ৩১৭ রান করেন তিনি। যা এখন পর্যন্ত বিশ্বকাপের এক আসরে দ্বিতীয় সর্বোচ্চ রান।
মাহেলা জয়াবর্ধনে, শ্রীলঙ্কা (২০১০)
লঙ্কান কিংবদন্তি মাহেলা জয়াবর্ধনের ২০১০ বিশ্বকাপটা দারুণ কেটেছে। দলকে শিরোপা জেতাতে না পারলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন এই ডানহাতি ব্যাটার। সেই আসরে মোট ৩০২ রান করেন তিনি। জিম্বাবুয়ের বিপক্ষে ৬৪ বলে হাঁকান সেঞ্চুরি।
শেন ওয়াটসন, অস্ট্রেলিয়ান (২০১২)
অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটর শেন ওয়াটসন বিশ্ব ক্রিকেটে জনপ্রিয় এক নাম। সেই বিশ্বকাপটাকেও স্মরণীয় করে রাখতে ভুল করেননি এই ব্যাটার। বিশ্বকাপ না জিততে পারলেও ব্যাট হাতে করেন সর্বোচ্চ ২৪৯ রান। ভারতের বিপক্ষে ম্যাচে খেলেন ৪২ বলে ৭২ রানের এক ঝড়ো ইনিংস।
বিরাট কোহলি, ভারত (২০১৪)
ফাইনালে কুমার সাঙ্গাকারার শ্রীলঙ্কার কাছে হেরে শিরোপা হাতছাড়া করলেও ব্যাট হাতে ছন্দে ছিলেন তারকা ব্যাটার বিরাট কোহলি। ফাইনালে ৫৮ বলে ৭৭ রানের দুর্দান্ত ইনিংস ছাড়াও আসরের সর্বোচ্চ ৩১৯ রান করেন তিনি। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের এক আসরের কোনো ব্যাটারের সর্বোচ্চ।
তামিম ইকবাল, বাংলাদেশ (২০১৬)
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সেরা সাফল্য বলতে ২০১৬ বিশ্বকাপ। সুপার এইটে ভারতের কাছে হারলেও পুরো আসরে ব্যাট হাতে সামর্থ্যের প্রমাণ দেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। ওমানের বিপক্ষে ৬৩ বলে ১০৩ রানের অপরাজিত ইনিংস ছাড়াও আসরের সর্বোচ্চ ২৯৫ রান করেন তিনি।
বাবর আজম, পাকিস্তান (২০২১)
টি-টোয়েন্টির অন্যতম সেরা ব্যাটার বাবর আজম ২০২১ বিশ্বকাপে ব্যাট হাতে ছিলেন অবিশ্বাস্য ফর্মে। সেমিফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হারলেও বাবর ছিলেন অনবদ্য। ৬ ম্যাচে ৬০.৬০ গড়েন করেন ৩০৩ রান। আসরে চারটি ফিফটি হাঁকালেও কোনো সেঞ্চুরির দেখা পাননি তিনি।
বিরাট কোহলি, ভারত (২০২২)
বিশ্বকাপ মানেই যেন ভারতীয় ব্যাটার বিরাট কোহলির আধিপত্য। হোক ওয়ানডে কিংবা টি-টোয়েন্টি কোহলি থাকেন দারুন ছন্দে। ২০১৪ সালের পর ২০২২ বিশ্বকাপেও সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। সর্বোচ্চ ২৯৬ রান করেন তিনি। পাকিস্তানের বিপক্ষে করেন ৫৩ বলে ৮২ রান। যা বিশ্বকাপ ইতিহাসে অন্যতম সেরা ইনিংস।