ডাচদের বিপক্ষে টস জিতে বোলিংয়ে দক্ষিণ আফ্রিকা
গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে দুদলই। প্রতিপক্ষের বিরুদ্ধে পাওয়া জয়ের ব্যবধানও একই। দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কাকে এবং নেদারল্যান্ডস নেপালকে হারিয়েছিল ছয় উইকেটে। নিউইয়র্কের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজ শনিবার (৮ জুন) পরস্পর মুখোমুখি হয়েছে দক্ষিণ আফ্রিকা ও নেদারল্যান্ডস। টস জিতে আগে বোলিং বেছে নিয়েছে দক্ষিণ আফ্রিকা।
যুক্তরাষ্ট্রে চলমান বিশ্বকাপে রান তুলনামূলক কম হচ্ছে। টস একটি বড় ফ্যাক্ট হয়ে উঠছে ম্যাচগুলোতে। প্রোটিয়া ও ডাচরা যার যার প্রথম ম্যাচে জয় পেয়েছিল রান তাড়া করেই। আজও একই ভাবনা থেকে আগে বোলিং নেওয়া প্রোটিয়া দলপতি এইডেন মার্করামের।
টস জিতে মার্করাম বলেন, ‘আজকের উইকেটটা দেখে আগের ম্যাচের চেয়ে কিছুটা ভিন্ন মনে হচ্ছে। তবে, আমরা জয়ের ধারা ধরে রাখতে চাই। অপরিবর্তিত একাদশ নিয়েই নামছি। ভরসা আছে ছেলেদের ওপর।’
ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস বলেন, ‘লক্ষ্য থাকবে যত দ্রুত সম্ভব রান তোলা। জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চাই। পরের পর্বে যেতে হলে জয়ের বিকল্প নেই। আমরা আত্মবিশ্বাসী।’