ভক্তরা ধৈর্য ধরলে ভালো খেলবে বাংলাদেশ : আকরাম খান
ত্রমাগত ব্যর্থতার পরিচয় দিয়ে চলেছে বাংলাদেশ ক্রিকেট দল। ধুন্ধুমার ব্যাটিংয়ের এই সময়ে এসে অন্যরা যখন রানের বন্যা বইয়ে দিচ্ছে, আমাদের ব্যাটাররা পড়ছেন মুখ থুবড়ে। ব্যাটিংয়ে যেমন ধার নেই, বোলিংয়েও নৈই বৈচিত্র্য। তবু যেন বাহানা তৈরি থাকে সবসময়।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেছেন, বিশ্বকাপের মূলপর্বে ভালো করবে দল। টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে প্রস্তুতি হিসেবে ৯টি ম্যাচ খেললেও দলের অবস্থা হতশ্রী। এবার সাবেক অধিনায়ক আকরাম খান বললেন, সবাই যেন ধৈর্য ধরে।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আজ রোববার (২ জুন) একটি পডকাস্টের রিলস প্রকাশ করে। সেখানে অতিথি হিসেবে কথা বলেন আকরাম খান ও আতহার আলী খান। সেখানে ভক্তদের ধৈর্য ধরার কথা আহ্বান জানান আকরাম।
সাবেক অথিনায়ক আকরাম বলেন—‘ক্রিকেট যেমন গুরুত্বপূর্ণ, ক্রিকেটাররা যেমন গুরুত্বপূর্ণ, দর্শকরাও তেমন। হার জিত তো থাকবেই। আমি চাই সবাই খেলাটা উপভোগ করুক। ধৈর্য ধরুক। ধৈর্য ধরলে এক সময় আমরা অন্য বড় দলের মতো ভালো ক্রিকেট খেলা শুরু করব। ভারত, পাকিস্তান, অস্ট্রেলিয়ার মতো খেলতে পারবে ক্রিকেটাররা।’
আতহার বলেন, ‘ভক্তরা হচ্ছে ক্রিকেটের প্রাণ। তারাই সবকিছু। এটা অস্বীকার করে লাভ নেই। কিন্তু অনেক সময় দুঃখজনক পারফর্ম্যান্সের কারণে তারা নিজেদের আবেগটা ধরে রাখতে পারে না।’