কানাডার বিপক্ষে টস জিতে বোলিংয়ে আয়ারল্যান্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের ১৩তম ম্যাচে মুখোমুখি হয়েছে কানাডা ও আয়ারল্যান্ড। গ্রুপ ‘এ’-র ম্যাচে যুক্তরাষ্ট্রের নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামে আজ শুক্রবার (৭ জুন) টস জিতে বোলিং বেছে নিয়েছে আয়ারল্যান্ড।
আইরিশ অধিনায়ক পল স্টার্লিং বলেন, ‘উইকেট দেখে মনে হচ্ছে রান তাড়ায় সহায়ক হবে। বোলাররাও এই পিচে ভালো করতে পারে। যে কারণে আগে বোলিং বেছে নেওয়া। বাকিটা মাঠে দেখা যাবে।’
কানাডা দলপতি সাদ বিন জাফর বলেন, ‘আমিও চেয়েছিলাম টস জিততে। যাতে বোলিং নিতে পারি। বোলারদের জন্য পিচে ভালো কিছু আছে। তবে, আগে যেহেতু ব্যাটিং করতে হবে, সেরাটা দিয়েই খেলার চেষ্টা থাকবে।’
একই গ্রুপে আছে পাকিস্তান ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। পাকিস্তানকে হারিয়ে গতকাল বড় অঘটনের জন্ম দিয়েছে মার্কিনিরা। টসের পর তাই কানাডা ও আয়ারল্যান্ডের অধিনায়ক কথা বলেছেন ম্যাচটি নিয়ে। দুজনের মতেই, দুর্দান্ত এক ম্যাচ ছিল সেটি। যা গ্রুপের লড়াই আরও কঠিন করে তুলেছে।