নড়েচড়ে বসল উয়েফা, মাঠে দর্শক ঢুকলে কঠিন শাস্তি
চলমান ইউরোয় খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। কারণ তুরস্কের বিপক্ষে পর্তুগালের ম্যাচটিতে বার বার খেলা থামাতে হয়েছে দর্শকরা মাঠের ভেতর প্রবেশ করায়। ম্যাচ চলাকালীনই ছয়জন দর্শক মাঠে নেমে পড়েন। এমন ঘটনায় এক পর্যায়ে মেজাজ হারাতে দেখা যায় পর্তুগিজ তরকা রোনালদোকে।
ইউরোয় রোনালদো ছাড়াও কিলিয়ান এমবাপ্পের মতো তারকা রয়েছেন। তাদের নিরাপত্তা যথাযথ ব্যবস্থা রয়েছে কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। চলতি টুর্নামেন্টে এর আগেও খেলা চলাকালীন মাঠে জোর করে ঢুকে পড়ার ঘটনা ঘটেছে। তাই উদ্বেগ আরও বাড়ছে। এই ঘটনা আটকাতে নড়েচড়ে বসেছে উয়েফা। তারা জানিয়েছে, ভবিষ্যতে এ রকম হলে সেই সমর্থকের জন্য অপেক্ষা করবে কঠিন শাস্তি।
উয়েফা জানিয়েছে, জার্মানির ১০টি স্টেডিয়ামের নিরাপত্তা আরও বাড়ানো হবে। নিয়ম ভেঙে যদি কোনো দর্শক মাঠে ঢুকে পড়েন তা হলে তখনই তাকে স্টেডিয়াম থেকে বের করে দেয়া হবে। প্রতিযোগিতার বাকি কোনো ম্যাচে তাকে আর কোনো স্টেডিয়ামে ঢুকতে দেওয়া হবে না। তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ দায়ের করা হবে।
এর আগে এই বিষয়ে কথা বলেছিলেন পর্তুগালের কোচ রবার্তো মার্তিনেজ। তিনি বলেছিলেন,‘এটা খুবই চিন্তার বিষয়। এই ম্যাচে নেহাত দর্শকদের মতিগতি ভাল ছিল। দলের তারকা ফুটবলারকে তার দেশের লোকেরা ভালবাসবে, এটাই স্বাভাবিক। আমরা সেটা পছন্দও করি। তবে এটাও মানতে হবে কারো মতিগতি ঠিকঠাক না থাকলে সামলানো মুশকিল হয়ে যায়। তখন খেলোয়াড়দের নিরাপত্তা দেয়া কঠিন হয়ে পড়ে। আমার মনে হয় না খেলোয়াড়দের সুরক্ষা নিয়ে আপস করা উচিত। দর্শকদের কাছেও একটা বার্তা দিয়ে বলা উচিত যে, এটা ঠিক নয় ‘