মেসির অনুকরণ দেখালেন সতীর্থ, রোহিত করলেন কী?
১৮ ডিসেম্বর ২০২২। ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপের তকমা মাখল আর্জেন্টিনা। কাতারের লুসাইল স্টেডিয়ামে ট্রফি নিতে আসেন চ্যাম্পিয়ন দলের অধিনায়ক লিওনেল মেসি। ফিফাপ্রধানের কাছ থেকে ট্রফিটা নিয়ে আস্তে এগুতে থাকেন মেসি। এরপর মধ্যখানে এসেই ট্রফি উঁচিয়ে সেই কি উল্লাস!
ওই মুহূর্তটি গোটা ফুটবল ভক্তদের জন্যই স্পেশাল। মনে রাখার মতো! গেল রাতে রোহিত শর্মাকেও সেই মুহূর্তের কথা মনে করিয়ে দিলেন সতীর্থ কুলদিপ যাদব। দেখালেন, মেসির মতো কীভাবে ট্রফি নিয়ে আসতে হবে!
রোহিত শর্মা তখন সতীর্থের কথা শুনে গেলেন। এরপর দেখালেন নিজের স্টাইল। রোহিত মঞ্চে আসার আগেই ট্রফি নিয়ে হাজির আইসিসির চেয়ার গ্রেগ বার্কলে ও বিসিসিআইরে সেক্রেটারি জয় শাহ। তাদের উদ্দেশ্য করে রোহিত আসেন সম্পূর্ণ নিজেস্ব ভঙ্গিতে।
মঞ্চের বাম পাশ থেকে দুই হাত সামনে বাড়িয়ে এগুলোনে ধীরে ধীরে। যেমন এগিয়ে আসে ছোট্ট শিশুরা। এমন স্ট্রাইলে এসেই মধ্যমঞ্চ থেকে গ্রহণ করলেন বিশ্বকাপ ট্রফি। এরপর উঁচিয়ে ধরলেন আরাধ্যের ট্রফি। রাহুল দ্রাবিড়-কোহলিরাও ভাসলেন সেই উল্লাসে।
ভারতের এই উদযাপন শেষে কুলদীপের ট্রফি গ্রহণের কৌশল শেখানোর ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল। তবে এতে মেসিকে অনুসরণ না করে নিজেস্ব স্টাইলে এসে বেশ বাহবা পেলেন ভারতীয় অধিনায়ক।