কোপায় কোয়ার্টার ফাইনালের ম্যাচগুলো কবে-কখন
কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালের সূচি অনেকটা চূড়ান্তই ছিল। বাকি ছিল শুধু ‘ডি’ গ্রুপ থেকে শেষ আটে কলম্বিয়ার সঙ্গী হবে কোন দল। অবশেষে মিলল সেই উত্তরও। কলম্বিয়ার সঙ্গে ড্র করায় রানার্সআপ হয়ে শেষ আটে ব্রাজিল। একনজরে দেখে নেওয়া যাক কোয়ার্টার ফাইনালে দলগুলোর প্রতিপক্ষ ও সময়সূচি।
চারটি গ্রুপ থেকে আটটি দল জায়গা করে নিয়েছে শেষ আট তথা কোয়ার্টার ফাইনালে। দলগুলো হলো- আর্জেন্টিনা, কানাডা, ভেনেজুয়েলা, ইকুয়েডর, উরুগুয়ে, পানামা, কলম্বিয়া ও ব্রাজিল। শনিবার প্রথম সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত হয়ে যাবে। আগেরদিন শুক্রবার (৫ জুলাই) ভোরে মাঠে নামবে আর্জেন্টিনা-ইকুয়েডর। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল ৭টায়, হিউস্টনে। এর পরের দিন সকাল ৭টায় ভেনেজুয়েলা-কানাডা ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্লিংটনে। এই ম্যাচের জয়ীরা মুখোমুখি হবে প্রথম সেমিতে।
আর বাংলাদেশ সময় ৭ জুলাই সকালে লাস ভেগাসে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে নামবে ব্রাজিল। খেলা শুরু সকাল ৭টায়। ওই দিনই পানামার মুখোমুখি হবে কলম্বিয়া। ম্যাচটি শুরু বাংলাদেশ সময় ভোর ৪টায়। ওই দুই ম্যাচের জয়ীরা মুখোমুখি হবে দ্বিতীয় সেমিফাইনালে। বাংলাদেশ সময় ১০ ও ১১ জুলাই সকালে হবে সেমিফাইনাল। ১৫ জুলাই মায়ামিতে ফাইনাল। ও হ্যাঁ, তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচও আছে একটি। সেটি অনুষ্ঠিত হবে ১৪ জুলাই।