নকআউটে থাকছে না অতিরিক্ত সময়, ম্যাচ ড্র হলে যা হবে
![](https://ntvbd.com/sites/default/files/styles/big_3/public/images/2024/07/04/brazil-v-arjentina.jpg)
শেষের পথে দক্ষিণ আমেরিকা মহাদেশের শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকা। গ্রুপ পর্বের লড়াই শেষে কোয়ার্টার ফাইনালের অপেক্ষা। আগামীকাল থেকে শুরু হচ্ছে শেষ আটের রোমাঞ্চ। নকআউট পর্বের এই লড়াইয়ে কোনো অতিরিক্ত সময় থাকছে না, বলে জানিয়েছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)।
সাধারণত বড় টুর্নামেন্টগুলোর নকআউট পর্বের ম্যাচ নির্ধারিত সময় শেষে সমতায় থাকলে অতিরিক্ত সময়ে গড়ায়। তবে কোপা আমেরিকা তার পুরোনো নিয়ম এবারও ধরে রাখছে। নকআউট পর্বের কোনো ম্যাচেই অতিরিক্ত সময় থাকছে না। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি জানিয়েছে কনমেবল।
কোপা আমেরিকা ২০২৪-এর রেগুলেশনসে বলা হয়েছে, ফাইনালে ৯০ মিনিট শেষে যদি স্কোর সমান থাকে, তাহলে ম্যাচ অতিরিক্ত সময়ে গড়াবে। অতিরিক্ত সময় হবে ৩০ মিনিট এবং দুই অর্ধে ১৫ মিনিট করে খেলা হবে। এরপরও সমতা থাকলে পেনাল্টি শুটআউটে বিজয়ী নির্ধারণ করা হবে।
যার মানে নকআউট পর্বে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে বিজয়ী দল নির্ধারণ না করা গেলে সরাসরি পেনাল্টি শ্যুটআউটে গড়াবে খেলা। সেখানে বিজয়ী দল পরবর্তী রাউন্ডে চলে যাবে। তাই বেশ হিসেব নিকেশ করেই মাঠে নামতে হবে দলগুলোকে।
শুক্রবার প্রথম কোয়ার্টার ফাইনালে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মুখোমুখি ইকুয়েডর। সেমিফাইনালে ওঠার পরের দুটি লড়াই ভেনেজুয়েলা-কানাডা ও কলম্বিয়া-পানামার মধ্যে। আর কোয়ার্টার ফাইনালের শেষ ম্যাচে মুখোমুখি হবে ব্রাজিল ও উরুগুয়ে। যেটিকে এখন পর্যন্ত এবারের আসরে সবচেয়ে বড় ম্যাচ মনে করা হচ্ছে।