বাংলাদেশে নতুন স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানির যাত্রা শুরু
বাংলাদেশে প্রথমবারের মত যাত্রা শুরু করেছে স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানি "ক্রিকেট উইথ সামি"। তাদের হাত ধরেই স্পোর্টস ম্যানেজমেন্ট, পিআর (পাবলিক রিলেশন), ক্রিকেটারদের ক্রিকেট সরঞ্জাম দিয়ে সাহায্য করা, ক্রিকেটারদের মাইন্ড ট্রেনিং এবং স্পন্সরের কালচার শুরু হয়েছে।
ইতিমধ্যে জাতীয় দলের ক্রিকেটার মুমিনুল হক, নাসুম আহমেদ, ইবাদত হোসেন, খালেদ আহমেদের মত ক্রিকেটাররা তাদের সাথে চুক্তিবদ্ধ হয়েছেন। এমনকি জাতীয় দলের বাইরের ক্রিকেটারদের জন্যও কাজ করছে এই প্রতিষ্ঠানটি। অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটার ইকবাল হোসেন ইমন ও প্রথম শ্রেণির ক্রিকেটার রাহাতুল ফেরদৌস জাবেদকে স্পন্সর করেছে " ক্রিকেট উইথ সামি"।
জাতীয় দলের আরও কয়েকজন তারকা ক্রিকেটারের সাথেও ইতিমধ্যে চুক্তি সম্পন্ন হয়েছে, খুব শীঘ্রই তারাও যুক্ত হবেন।
মূলত ক্রিকেটারদের খেলার বাইরের যাবতীয় ব্যাপারগুলো দেখভাল করে তারা। ক্রিকেটারদের সোশ্যাল মিডিয়া পরিচালনা থেকে শুরু করে যেকোনো ব্র্যান্ডের সাথে ডিলিংয়ের ক্ষেত্রেও বড় ভূমিকা পালন করে। ক্রিকেট উইথ সামি'র কর্ণধার মাহিদুল ইসলাম সামি ইংল্যান্ডে বসবাস করছেন। দেশের ক্রিকেটের জন্য কাজ করার ইচ্ছে থেকেই বাংলাদেশে এমন একটি কোম্পানির যাত্রা শুরু করেছেন তিনি।
এ ছাড়া ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের আওতাধীন ইয়র্কশায়ার কাউন্টি ক্রিকেট ফাউন্ডেশনের সাথে সরাসরি কাজ করছে ক্রিকেট উইথ সামি। এর ফলে জাতীয় দলের বাইরে থাকা অনেক ক্রিকেটার অফ সিজনে ইংল্যান্ডে গিয়ে কাউন্টি ক্রিকেট খেলার সুযোগ বেশি তৈরি হচ্ছে।
ক্রিকেট উইথ সামি'র সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে একটি লাইভ পডকাস্টও শুরু করা হয়েছে। তাদের এই পডকাস্টে অংশগ্রহণ করছেন দেশ-বিদেশের কিংবদন্তি ক্রিকেটাররা। গত ২ জুলাই এই পডকাস্টে সরাসরি যুক্ত হয়েছিলেন অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ী কিংবদন্তী লেগ স্পিনার ব্র্যাড হগ। সাবেক ভারতীয় অধিনায়ক এবং বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলিও যুক্ত হচ্ছেন শীঘ্রই। এমনকি সদ্য অবসরে যাওয়া অস্ট্রেলিয়ান ক্রিকেটার ডেভিড ওয়ার্নারও আসছেন তাদের পডকাস্টে।