দেশে ফিরেছেন চ্যাম্পিয়নরা, বুয়েন্স আইরেসে উৎসবের রং
কোপা-বিশ্বকাপ-কোপা; জয়ের ইতিহাস গড়ে নিজ ঘরে ফিরেছেন আর্জেন্টিনার ফুটবলাররা। তাদের দেশে ফেরাকে ঘিরে উৎসবের রং লেগেছে পুরো আর্জেন্টিনা জুড়ে। দেশটির শহর বুয়েন্স আইরেসে আনন্দ-উৎসবে চ্যাম্পিয়নদের বরং করে নিয়েছেন ভক্তরা।
গতকাল সোমবার মায়ামিতে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে কোপা আমেরিকার রেকর্ড ১৬তম ট্রফি জিতেছে আর্জেন্টিনা। এর আগে ২০২১ সালের কোপা আমেরিকারও চ্যাম্পিয়ন তারা। মাঝে জিতেছে বিশ্বকাপ। ফলে টানা তিনটি আন্তর্জাতিক ট্রফি জয়ের বিরল রেকর্ডও গড়ে ফেলেছে বিশ্ব চ্যাম্পিয়নরা।
জয়ের পর কালই নিজ দেশের উদ্দেশে যুক্তরাষ্ট্র ছাড়েন চ্যাম্পিয়নরা। ডি মারিয়ার নেতৃত্বে বুয়েন্স আইরেসে পা রাখেন বাকিরা। তবে দলের সঙ্গে ছিলেন লিওনেল মেসি-এমি মার্টিনেজেরা। তারা রয়েগেছেন যুক্তরাষ্ট্রেই।
সবাই জানেন, মায়ামি বর্তমানে যুক্তরাষ্টের দ্বিতীয় বাড়ি। কারণ, সেখানেই খেলেন বিশ্বের সেরা তারকা। এ ছাড়া কয়েকজন মায়ামি থেকে পাড়ি জমাবেন প্যারিস অলিম্পিকে। সে জন্য পুরো দলকে নিয়ে ফিরতে পারেননি কোচ লিওনেল স্কালোনি।
তবুও ভক্তদের উৎসবে ভাটা পড়েনি। সোমবার রাতে ঘরে ফেরেন ডি মারিয়ারা। রাত ১০টায় বুয়েন্স আইরেসের অ্যাজেইজাহ বিমানবন্দরে গিয়ে পৌঁছায় চ্যাম্পিয়নদের বিমান।
তাদের ফেরাকে ঘিরে দর্শকরা রাস্তায় নামেন। নীল পতাকা আর কনফেত্তিতে ছেয়ে যায় পুরো শহর। আতশ বাজির আলোড়ন আর স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে যায় পুরো শহর। এত উৎসব আর আনন্দের মধ্যে দিয়েই কোপা আমেরিকার ট্রফি নিয়ে নিজ দেশের ভক্তদের কাছে ফিরে গেলেন অ্যাঞ্জেল ডি মারিয়ারা।