সহিংসতা নয়, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান মুশফিকের
চলমান কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান উত্তাল। ‘বাংলা ব্লকেড’, বিক্ষোভ মিছিল, অবস্থান, সমাবেশসহ আন্দোলনকারীদের নানান কর্মসূচি চলছে একের পর এক। এই আন্দোলনে ঢাকা, চট্টগ্রাম এবং রংপুরে অন্তত ছয়জন প্রাণ হারিয়েছেন। আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে একাত্নতা প্রকাশ করে স্ট্যাটাস দিয়েছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম। সহিংসতা নয়, শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।
আজ বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মুশফিক লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন যে, কোনো ছাত্রের জন্য তার শিক্ষক হেনস্থা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’
মুশফিক আরও যোগ করেন, ‘যে কোনো উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ। আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান করুন। আমিন।’
মুশফিকের পরই স্ট্যাটাস দিয়েছেন ব্যাটার আফিফ হোসেন ধ্রুব। তিনি লিখেছেন, ‘দেশটা আমাদের সবার। আমরা শান্তিতে বিশ্বাসী, অশান্তিতে নয়। আমার কোনো ভাই-বোনের র*ক্ত আর না ঝরুক। যৌক্তিকভাবে চলমান সংকট নিরসন হোক। চলমান পরিস্থিতি দ্রুতই শান্তিতে রূপ নিবে। স্বাভাবিক হয়ে যাবে সবকিছু, এমনটাই আশা রাখি।’
এর আগে পেসার শরিফুল ইসলাম, ব্যাটার তাওহিদ হৃদয়, উইকেটরক্ষক ব্যাটার নুরুল হাসান সোহান ছাড়াও মুনিম শাহরিয়ারের মতো ক্রিকেটাররা নিজেদের পেজ থেকে স্ট্যাটাস দিয়েছেন। ক্রিকেটারদের পাশপাশি ক্রীড়াঙ্গনের অনেকেই শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন।