মুশফিককে কিংবদন্তি আখ্যা দিলেন করুনারত্নে

আচমকা ওয়ানডে ক্রিকেট থেকে নিজেকে সরিয়ে নিলেন উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রহিম। এরপর থেকেই ভক্ত সমর্থক এবং সাবেক ও বর্তমান সতীর্থ ক্রিকেটারদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন তিনি। এবার লঙ্কান তারকা ক্রিকেটার দিমুথ করুনারত্নে দিয়েছেন মুশফিককে বিদায়ী বার্তা।
আজ বৃহস্পতিবার (৬ মার্চ) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে মুশফিককে সত্যিকারের কিংবদন্তি আখ্যা দিয়ে দিমুথ করুনারত্নে বলেন, ‘আমার বন্ধু মুশফিকুর রহিম বাংলাদেশ ক্রিকেটের সত্যিকারের কিংবদন্তি। এক দশকেরও বেশি সময় সে ওয়ানডে দলের মেরুদণ্ড হিসেবে কাজ করেছে। তার আত্মনিবেদন, স্কিল, খেলার প্রতি ভালোবাসা কয়েক লাখ মানুষকে অনুপ্রাণিত করেছে।’
করুনারত্নে আরও বলেন, ‘দৃঢ় ব্যাটিং থেকে দুর্দান্ত উইকেটকিপিং, মুশফিক সব সময়ই দলের জন্য পুরোটা দিয়েছে। ওয়ানডে ক্রিকেটে যে স্মৃতি তুমি রেখে গেছ, তাতে ধন্যবাদ। তুমি সব সময়ই বাংলাদেশ ক্রিকেটের নায়ক হয়ে থাকবে।’
ওয়ানডেতে এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিক। এই সংস্করণে বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ ৭৭৯৫ রান করেছেন। ৯ ওয়ানডে সেঞ্চুরির মধ্যে দুটি করে সেঞ্চুরি রয়েছে শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে। দুবাইয়ে ২০১৮ এশিয়া কাপে ভাঙা পাঁজর নিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে করেছেন ১৪৪ রান। এটা মুশফিকের ওয়ানডে ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।
ওয়ানডেতে উইকেটকিপার হিসেবে মুশফিকের ডিসমিসাল সংখ্যা ২৯৭টি। যা বাংলাদেশের ইতিহাসে সর্বোচ্চ। ওয়ানডে ইতিহাসে ডিসমিসাল সংখ্যায় মুশফিক আছেন পাঁচ নম্বরে। ২৪১টি ক্যাচ নেওয়া মুশফিক স্টাম্পিং করেছেন ৫৬টি। ক্যাচ ও স্টাম্পিংয়েও মুশফিক বিশ্বের পঞ্চম।