কোটা আন্দোলন প্রসঙ্গে এবার মুখ খুললেন মাহমুদউল্লাহ
কোটা সংস্কার আন্দোলন নিয়ে পুরো দেশ এখন উত্তাল। গত দুই দিনে সহিংসতার ঘটনায় ৬ জনের প্রাণহানি ঘটেছে। এমন পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্নতা প্রকাশ করে শান্তি কামনা করেছেন ক্রিকেটাররা। সেই তালিকায় এবার যোগ হলো অভিজ্ঞ অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের নাম।
কোটা আন্দোলন প্রসঙ্গে গতকাল বুধবার (১৭ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মাহমুদউল্লাহ রিয়াদ লেখেন, ‘আসসালামু আলাইকুম। বর্তমানে দেশের সার্বিক পরিস্থিতি কোনোভাবেই কাম্য নয়। কারণ প্রতিটি ছাত্রছাত্রীর জীবন অমূল্য। ব্যক্তিগতভাবে আমি এই পরিস্থিতির দ্রুত সমাধান আশা করছি। আল্লাহ সবাইকে নিরাপদ রাখুন। আমিন।’
এর আগে কোটা আন্দোলন প্রসঙ্গে মুখ খোলেন দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম ও তামিম ইকবাল। নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে মুশফিক লেখেন, ‘জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যারা অতুলনীয় সাহস দেখিয়ে তাদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন যে, কোনো ছাত্রের জন্য তার শিক্ষক হেনস্থা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি।’
আর তামিম ইকবাল লেখেন, ‘আপনারা জানেন, বড় ভাইয়ের অসুস্থতায় আমার পরিবারের একটা কঠিন সময় যাচ্ছে। আমিও দেশের বাইরেই আছি। তবে দেশে যা হচ্ছে, তা জেনে মনটা আরও অস্থির হয়ে উঠেছে। কোনো রক্তপাত, কোনো মৃত্যুই কাম্য নয়। তরুণরাই দেশের ভবিষ্যৎ। তাই কোনো সংঘাত নয়, আলোচনায় সমাধান হোক। এই অস্থিরতা দ্রুত কেটে যাক। দেশ ও দেশের মানুষ ভালো থাকুক।’