ড্রোনকাণ্ডে বড় শাস্তি পেল কানাডা
এবারের অলিম্পিকে নিয়ে বিতর্কের শেষ নেই। তবে, সম্ভবত সবচেয়ে আলোচিত ঘটনার জন্ম দিয়েছে কানাডা। প্রতিপক্ষের অনুশীলনে ড্রোন দিয়ে গুপ্তচরবৃত্তি করার অভিযোগ উঠেছে দেশটির মহিলা ফুটবল দলের বিপক্ষে। ঘটনা এতদূর গড়িয়েছে যে কানাডা দলের বেশকজন কর্মকর্তাকে নিষেধাজ্ঞা দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
আজ রোববার (২৮ জুলাই) ফিফার দেওয়া বিবৃতিতে কানাডা নারী জাতীয় দলের হেড কোচ বেভ প্রিস্টম্যানকে এক বছরের নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি জানানো হয়। পাশাপাশি তার দুই সহকারী জোসেফ লম্বার্ডি ও জেসমিন মান্দারকেও সমান শাস্তি দেওয়া হয়েছে। যার ফলে এই সময়ে তারা ফুটবল সংশ্লিষ্ট কোনো কাজে অংশ নিতে পারবে না।
মূলত, নিউজিল্যান্ড ফুটবল দলের অভিযোগের প্রেক্ষিতে করা তদন্ত শেষে এই সিদ্ধান্ত জানায় ফিফা। পাশাপাশি অলিম্পিকে কানাডাকে ৬ পয়েন্ট জরিমানাও করেছে ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। এই শাস্তির ফলে এতে নকআউট পর্বে কোয়ালিফাই করাই কঠিন হয়ে যাবে বর্তমান চ্যাম্পিয়নদের। এছাড়াও কানাডাকে ২ লাখ ২৬ হাজার মার্কিন ডলার জরিমানা করেছে ফিফা। যদিও ফিফার এমন সিদ্ধান্ত মেনে নিতে পারেনি কানাডিয়ান অলিম্পিক কমিটি (সিওসি)। শাস্তি কমানোর বিষয়ে তারা আপিল করবে।
উল্লেখ্য, নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ২-১ গোলে জয় পেয়েছে কানাডা। এই ম্যাচের আগে নিউজিল্যান্ড নারী ফুটবল দলের অনুশীলনে ড্রোন নিয়ে গুপ্তচরবৃত্তি করেন কোচিং স্টাফের সদস্যরা। পরে সেই ড্রোন অপারেটরকে আটক করে দেশে ফেরত পাঠানো হয়।