আসালাঙ্কাকে অধিনায়ক করে ওয়ানডে দল ঘোষণা শ্রীলঙ্কার
সময়টা মোটেও ভালো যাচ্ছে না শ্রীলঙ্কার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার পর অধিনায়কের পদ থেকে সরে দাঁড়িয়েছেন ওয়ানিন্দু হাসারাঙ্গা। নতুন অধিনায়ক হিসেবে চারিথ আসালাঙ্কাকে দায়িত্ব দেওয়া হলেও দলকে ব্যর্থতার বৃত্ত থেকে বের করতে পারেননি তিনি। ওয়ানডে সিরিজেও সেই আসালাঙ্কার ওপরই ভরসা রেখেছে লঙ্কান বোর্ড।
গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। এই সিরিজেও নেত্বত্বে দেখা যাবে আসালাঙ্কাকে। আগামী শুক্রবার মাঠে গড়াবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। আসালাঙ্কার আগে লঙ্কানদের ওয়ানডে অধিনায়কের দায়িত্বে ছিলেন কুশল মেন্ডিস। তার অধীনে সর্বশেষ ৮টি ওয়ানডের ৬টিতেই জয় পেয়েছে দেশটি। এরপরও হুট করে তার দায়িত্ব হারানোটা বেশ অবাক করেছে সবাইকে।
এই সিরিজের দলে সুযোগ পেয়েছেন ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় থাকা নিশান মাদুশকা। এছাড়াও দলে ফেরানো হয়েছে আকিলা ধনাঞ্জয়া ও চামিকা করুনারত্নেকে। গত বছর এপ্রিলে টেস্ট দিয়ে অভিষেক হয় মাদুশকার। যদিও ভারতের বিপক্ষে তার একাদশে জায়গা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিস থাকায় ব্যাকআপ ওপেনার হিসেবেই দলে থাকতে হবে তাকে।
ফিটনেস ইস্যুতে বাংলাদেশ সিরিজ মিস করা পেসার মাথিশা পাথিরানা প্রত্যাশিতভাবে দলে। নুয়ান থুশারা ও দুষ্মন্ত চামিরা টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডেতেও বাইরে থাকছেন। সম্প্রতি লঙ্কা প্রিমিয়ার লিগে সম্ভাবনাময়ী পারফর্ম করে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্দো।
শ্রীলঙ্কার ওয়ানডে দল :
চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), কুশল মেন্ডিস, পাথুম নিসাঙ্কা, আভিষ্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, জানিথ লিয়ানাগে, কামিন্দু মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চামিকা করুণারত্নে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, আসিথা ফার্নান্ডো, মাথিশা পাথিরানা, দিলশান মাদুশাঙ্কা, আকিলা ধনাঞ্জয়া, দুনিথ ভেল্লালাগে।