কোপার সেরা একাদশে আর্জেন্টিনার পাঁচ তারকা, ব্রাজিলের কজন?
গত ১৪ জুলাই আর্জেন্টিনার শিরোপা জয়ের মধ্যে দিয়ে পর্দা নামে কোপা আমেরিকার। টুর্নামেন্ট শেষ হওয়ার দুই সপ্তাহের বেশি সময় পর প্রকাশ করা হলো কোপা আমেরিকার সেরা একাদশ। যেখানে ১১ জনের মধ্যে পাঁচজনই হলেন চ্যাম্পিয়ন আর্জেন্টিনার ফুটবলার। লাতিন ফুটবলের আরেক শক্তিশালী দল ব্রাজিল থেকে জায়গা পেয়েছেন মোটে একজন।
আজ বৃহস্পতিবার (১ আগস্ট) সেরা একাদশ ঘোষণা করেছে দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল)। যেখানে সবচেয়ে বেশি আছেন আর্জেন্টিনার খেলোয়াড়। দ্বিতীয় সর্বোচ্চ দুজন ফুটবলার জায়গা পেয়েছেন রানার্সআপ কলম্বিয়া থেকে।
কোপা আমেরিকার এবারের আসরে নিজের সেরা ছন্দে ছিলেন না লিওনেল মেসি। চোট আর ফর্মের খোঁজে থাকা মেসি ফাইনালেও পুরো সময় পারেননি মাঠে থাকতে। বাজে ফাউলের শিকার হয়ে মাঝপথে মাঠ ছাড়তে হয় বিশ্বের সেরা ফুটবলারকে। তবে, আর্জেন্টিনাকে সবসময় তাতিয়ে রাখা মেসিও আছেন সেরা ১১ জনের দলে।
সুযোগ পাওয়া আর্জেন্টিনার বাকি চারজন হলেন, লাউতারো মার্টিনেজ, ডি পল, ক্রিস্টিয়ান রোমেরো এবং গোলকিপার এমি মার্টিনেজ।
ব্রাজিল থেকে সুযোগ পাওয়া একজন হলেন রাফিনিয়া। পুরো টুর্নামেন্টে ব্রাজিল খুব একটা ভালো করেনি। কোয়ার্টার ফাইনালেই থেমে যায় তাদের যাত্রা। ফলে ব্রাজিল থেকে তালিকায় কম থাকাটাই অনুমিত।
রানার্সআপ কলম্বিয়া ফাইনালে ১-০ গোলে হারলেও দারুণ লড়াই করেছে। টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হন কলম্বিয়ার হামেস রদ্রিগেস। কোপার সেরা দলেও আছেন তিনি। তার সাথে আছেন দাভিনসন সানচেস। উরুগুয়ে থেকে আছেন মানুয়েল উগার্ত। কানাডার থেকে সুযোগ পেয়েছেন অ্যালিস্টার জনস্টন। ইকুয়েডর থেকে সুযোগ পাওয়া ডিফেন্ডার হলেন পিয়েরো হিনকাপি।
২০২৪ কোপা আমেরিকার সেরা একাদশ
এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা), অ্যালিস্টার জনস্টন (কানাডা), দাভিনসন সানচেস (কলম্বিয়া), ক্রিস্টিয়ান রোমেরো (আর্জেন্টিনা), পিয়েরো হিনকাপি (একুয়েডর), হামেস রদ্রিগেস (কলম্বিয়া), মানুয়েল উগার্ত (উরুগুয়ে), রদ্রিগো দি পল (আর্জেন্টিনা), রাফিনিয়া (ব্রাজিল), লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা) ও লিওনেল মেসি (আর্জেন্টিনা)।