অলিম্পিকে কাল পরীক্ষায় নামছেন ইমরানুর-সোনিয়া
ভালোবাসার শহরে জমে উঠেছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক লড়াই। একে একে সোনা, রুপা ও ব্রোঞ্জের পদক গলায় উঠছে ক্রীড়াবিদদের। ভিন্ন চিত্র বাংলাদেশিদের। অংশগ্রহণ করা পাঁচজনের মধ্যে তিনজনই বিদায় নিয়েছেন। আগামীকাল শনিবার লড়াইয়ে নামবেন বাকি দুজন।
অ্যাথলেটিক্স ট্র্যাকে ১০০ মিটার স্প্রিন্টে কাল লড়াইয়ে নামবেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। স্টাদে দ্য ফ্রান্সে তার লড়াই শুরু প্যারিস সময় সকাল পৌনে এগারোটা।
ইমরানুরের ১৫ মিনিট পরেই লড়াই শুরু হবে আরেক প্রতিযোগী সোনিয়া খাতুনের। ৫০ মিটার ফ্রি স্টাইলে অংশ নেবেন বাংলাদেশের এই সাঁতারু কন্যা।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুরের। ব্যক্তিগত কোচও তার। তব দেশের বাইরে বেড়ে ওঠা হলেও বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়াতে পেরে উচ্ছ্বাসিত বাংলাদেশি এই অ্যাথলেট। ট্র্যাকে নামার আগে তিনি বলেছেন, 'দেশের বাইরে লাল-সবুজ পতাকা ওড়াতে পেরে আমি উচ্ছ্বসিত। আরও কিছু করতে চাই দেশের জন্য।’
অন্যদিকে সাঁতারু সোনিয়া বাংলাদেশি সাংবাদিকদের বলেছেন, 'মাত্র দেড় মাসের অনুশীলনে অলিম্পিকে এসেছি। আপনারাও জানেন, এখানে কেমন প্রতিদ্বন্দ্বিতা হয়ে থাকে। তবে সেদিকে না তাকিয়ে আমার লক্ষ্য ক্যারিয়ার সেরা টাইমিং করা।'