১০০ মিটার স্প্রিন্টে বাজে টাইমিং করে বাদ ইমরানুর
ভালোবাসার শহরে জমে উঠেছে 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ' খ্যাত অলিম্পিক লড়াই। একে একে সোনা, রুপা ও ব্রোঞ্জের পদক গলায় উঠছে ক্রীড়াবিদদের। ভিন্ন চিত্র বাংলাদেশিদের। একের পর এক অংশগ্রহণ করছেন আর বিদায় নিচ্ছেন। ১০০ মিটার স্প্রিন্টে আশা ছিল ইমরানুর রহমানকে নিয়ে। কিন্তু তিনিও হতাশ করেছেন। নিজের হিটে আট জনের মধ্যে ষষ্ঠ হয়েছেন বাংলাদেশের দৌড়বিদ।
স্টাদে দ্য ফ্রান্সে আজ শনিবার (৩ জুলাই) ১০০ মিটার স্প্রিন্টে নিজের সবচেয়ে বাজে টাইমিং করে বাদ পড়েছেন ইমরানুর। প্যারিস অলিম্পিকের ১০০ মিটার স্প্রিন্টের ৬ নম্বর হিটে ৮ নম্বর লেনে দৌড়েছেন ইমরানুর। দৌড়ের শুরুটা ভালোই হয় তার। প্রথম ৫০ মিনিট বাকিদের সঙ্গে লড়াইয়েও ছিলেন।
এরপরই খেই হারিয়ে ফেলেন। ছিটকে পড়েন লড়াই থেকে। উল্টো বাজে টাইমিং করে নাম তোলেন বাদের খাতায়। প্রতিযোগীতায় ষষ্ঠ স্থান নিয়ে বাদ পড়েছেন তিনি। প্যারিসে আজ টাইমিং ছিল ১০.৭৩ সেকেন্ড। যেটা তারি ক্যারিয়ারের সবচেয়ে বাজে টাইমিং। তার ক্যারিয়ারের সেরা টাইমিং ছিল ১০.১১ সেকেন্ড। যে টাইমিং নিয়ে বাংলাদেশের দ্রুততম মানব হয়ে ওঠেন এই ক্রীড়াবিদ।
ইংল্যান্ডে জন্ম ও বেড়ে ওঠা ইমরানুরের। ব্যক্তিগত কোচও তার। তবে দেশের বাইরে বেড়ে ওঠা হলেও বিশ্বমঞ্চে দেশের পতাকা উড়াতে পেরে উচ্ছ্বাসিত ছিলেন বাংলাদেশি এই অ্যাথলেট। ট্র্যাকে নামার আগে তিনি বলেছিলেন, 'দেশের বাইরে লাল-সবুজ পতাকা ওড়াতে পেরে আমি উচ্ছ্বসিত। আরও কিছু করতে চাই দেশের জন্য।’
কিন্তু নিজের কথা রাখতে পারলেন না ইমরানুর। উল্টো বাজে টাইমিং করে বিদায় নিতে হলো অলিম্পিকের মঞ্চ থেকে।