আবারও ফিফার জরিমানার শিকার বাফুফে, গুনতে হবে ২০ লাখ টাকা
বাংলাদেশে ফুটবলের জনপ্রিয়তা ব্যাপক। সম্প্রতি যেকোনো ম্যাচেই কানায় কানায় পূর্ণ থাকে গ্যালারি। গত ৬ জুন ফিফা বিশ্বকাপ-২০২৬-এর বাছাইপর্বের ম্যাচেও বসুন্ধরা আবাসিক এলাকার ‘কিংস অ্যারেনা’ স্টেডিয়ামের গ্যালারি ছিল দর্শকে ভরপুর। দর্শকের এমন উপস্থিতি ও তাদের সমর্থন যেমন একটি দলকে অনুপ্রাণিত করে, তেমনি কখনও কখনও ফেলে দেয় বিপদে। এমন বিপদে এবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। অতি উৎসাহী দর্শকের অপরাধে সংস্থাটিকে গুনতে হচ্ছে জরিমানা।
৬ জুন অস্ট্রেলিয়ার বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচটির ৮৮ মিনিটের সময় মাঠে ঢুকে পড়েন একজন দর্শক। যাতে ভঙ্গ হয়েছে ফিফার আইন। আচরণবিধি ভঙ্গের কারণে বাফুফেকে ১৫ হাজার সুইস ফ্র্যাঁ জরিমানা করেছে ফিফা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ২০ লাখ টাকা। এনটিভি অনলাইনকে রোববার (১৮ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের মিডিয়া ম্যানেজার খালিদ মাহমুদ নওমি।
নওমি বলেন, ‘ম্যাচটিতে মাঠের উত্তর গ্যালারিতে থাকা একজন আল্ট্রাস (বিশ্বব্যাপী ফুটবলের উগ্রবাদী সমর্থক হিসেবে পরিচিত) সমর্থক মাঠে প্রবেশ করেন। ফিফা স্পষ্টভাবেই এটি উল্লেখ করেছে। ফিফার আইনের ৪৯তম অনুচ্ছেদের কিছু ধারা ভঙ্গ হয়েছে এতে। যার কারণে জরিমানা করা হয়।’
এ নিয়ে গত এক বছরের মধ্যে চতুর্থবার ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার জরিমানার কবলে পড়ল দেশের ফুটবল। এর আগে লেবাননে বিপক্ষে একটি এবং মালদ্বীপের বিপক্ষে দুটি ম্যাচে ফিফার আইন ভঙ্গ করায় বাফুফেকে গুনতে হয়েছে প্রায় ৩৯ লাখ টাকা জরিমানা