বিসিবির বোর্ড সভা কাল, পদ ছাড়তে পারেন পাপন
জরুরি বোর্ড সভা ডেকেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সভাকক্ষে আগামীকাল বুধবার (২১ আগস্ট) বসবে সভা। দেশের সাম্প্রতিক পরিস্থিতির আঁচ লেগেছে বিসিবিতেও। ইতোমধ্যে সভাপতি পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। ধারণা করা হচ্ছে, কালই তিনি নিজের পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে জমা দেবেন। দেশের বাইরে থাকায় অনলাইনে সভায় যুক্ত হবেন পাপন।
ইতোমধ্যে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধানের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন জালাল ইউনুস। পাপন ও ইউনুস ছাড়া আরও কয়েকজন পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। সবমিলিয়ে বড় পরিবর্তন আসতে চলেছে দেশের ক্রিকেটে। সে কারণেই জরুরি এই সভা।
সভায় আলোচনার আরও একটি বিষয়, নারী বিশ্বকাপ। এ বছরের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব বাংলাদেশের কাছে। চলমান পরিস্থিতিতে আয়োজন নিয়ে তৈরি হয়েছে শঙ্কা। সেই বিষয়ে একটি সিদ্ধান্ত হয়ত আসতে পারে সভা শেষে।
বর্তমান সভাপতি পাপন পদত্যাগ করলে খালি হবে পদটি। সেক্ষেত্রে বিসিবির কাউন্সিলরদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত করা হবে। এখন পর্যন্ত সেই দৌড়ে এগিয়ে আছেন সাবেক ক্রিকেটার ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ। যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গে এ বিষয়ে কথাও বলেছেন ফারুক।