রিজওয়ানকে ফেরালেন মিরাজ, শেষের অপেক্ষায় পাকিস্তান
এ যেন মিরপুরের শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামের উইকেট। যেখানে আধিপত্যটা স্পিনারদের। সাকিব-মিরাজের স্পিন ঘূর্ণিতে বিপাকে স্বাগতিকরা। এরইমধ্যে হারিয়ে বসেছে ৯ উইকেট। পাকিস্তানের মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বপ্ন দেখছে শান্তরা।
ফের মিরাজের আঘাত, শেষের অপেক্ষায় পাকিস্তান
বিদেশের মাটিতে টেস্টে খুব একটা জয়ের স্মৃতি নেই বাংলাদেশের। তবে, এবার পাকিস্তানের বিপক্ষে তাদেরই মাটিতে দারুণ ছন্দে সাকিব-মিরাজরা। পঞ্চম দিনে এরইমধ্যে আট উইকেট হারিয়েছে স্বাগতিক পাকিস্তান। সবমিলিয়ে জয়ের সুভাস পাচ্ছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা।
সাকিব-মিরাজের ঘূর্ণিতে দিশেহারা পাকিস্তান
চলতি টেস্টের প্রথম চারদিনে উইকেট থেকে তেমন একটা সুবিধা পাননি স্পিনাররা। তবে, পঞ্চম দিনে এসে যে ছন্দ ফিরে পেয়েছেন সাকিব-মিরাজরা। সাকিবের জোড়া আঘাতের পর সালমানকে সাজঘরে ফেরালেন মিরাজ। সবমিলিয়ে বেশ চাপে স্বাগতিকরা। এখনও পিছিয়ে ১২ রানে।
নাহিদের পর সাকিবের সাফল্য, চাপে পাকিস্তান
রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্যে কি আছে, ড্র না জয়? আপাতদৃষ্টিতে চালকের আসনে বাংলাদেশ থাকলেও মাত্র দুই সেশন বাকি থাকায় জয় পাওয়াটা সহজ হবে না চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যদের জন্য। তবুও সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছে শান্তর দল। ৬৮ রানের মধ্যেই তুলে নিয়েছে পাকিস্তানের চার উইকেট। সাকিবের বলে সৌদ শাকিল কিছুটা এগিয়ে আসলেও ব্যাটে লাগাতে পারেননি বল। সুযোগ পেয়ে স্ট্যাম্পিং করতে ভুল করেননি লিটন।
বাবরকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙলেন নাহিদ
মুশফিক-মিরাজদের ব্যাটে রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের সামনে ১১৭ রানের লিড ছুঁড়ে দিয়েছে বাংলাদেশ। জবাবে শুরুটা খুব একটা ভালো হয়নি স্বাগতিকদের। চতুর্থ দিন শেষে এক উইকেট হারানোর পর পঞ্চম দিনের প্রথম সেশনে আরও দুই উইকেট হারাল স্বাগতিকরা। দলীয় ৬৬ রানের মাথায় নাহিদ রানার বলে বোল্ড হয়ে ফেরেন বাবর আজম। ৫০ বলে ২২ রান করে ফেরেন তিনি।
পঞ্চম দিনের শুরুতেই সাফল্য পেলেন হাসান
চতুর্থ দিনে ২৩ রানে এক উইকেট হারিয়ে কিছুটা চাপে ছিল স্বাগতিক পাকিস্তান। সেই চাপকে পঞ্চম দিনে আরও বাড়ান হাসান মাহমুদ। দিনের দ্বিতীয় ওভারেই শান মাসুদকে ফেরান হাসান। ব্যাক অফ লেন্থ ডেলিভারিতে ক্যাচ আউট এর আবেদনে আম্পায়ার সাড়া না দিলে রিভিউ নেন অধিনায়ক শান্ত। পরবর্তীতে দেখা যায় বল ব্যাট লেগেছে। ৩৭ বলে ১৪ রান করে ফেরেন তিনি।
মুশফিকের দিনে রাওয়ালপিন্ডিতে স্বস্তির দিন
মুশফিকুর রহিমের ব্যাটিং দৃঢ়তায় শক্ত পুঁজি গেছে বাংলাদেশ। তিনি ডাবল সেঞ্চুরির আক্ষেপ নিয়ে ফেরার পর বাংলাদেশ পেয়েছে পাঁচশ ছাড়ানো সংগ্রহ। যে সংগ্রহ নিয়ে প্রথম ইনিংসে থেমেছে নাজমুল হোসেন শান্তর দল। এরপর দিনের শেষভাগে ব্যাট করতে নেমে ২৩ রানে এক উইকেট হারিয়েছে পাকিস্তান। সবমিলিয়ে মুশফিকের দিনে রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ দিন পার করেছে বাংলাদেশ।