ভারতে চ্যালেঞ্জ জয় করে ভালো করার অপেক্ষায় জাকের
টি-টোয়েন্টি দলে নিজের নাম পাকা করে নিয়েছেন জাকের আলি অনিক। এবার সাদা পোশাকের ক্রিকেটেও এলো সুযোগ। আসন্ন ভারত সিরিজে বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন তিনি। ক্রিকেটের এই অভিজাত ফরম্যাটে পাওয়া সুযোগ কাজে লাগাতে চান তরুণ এই ব্যাটার। ভারতের মাটিতে চ্যালেঞ্জের মধ্যেই ভালো কিছু করার অপেক্ষায় এ মিডল অর্ডার ব্যাটসম্যান।
আর একদিন পর ভারত সিরিজের জন্য উড়াল দেবে বাংলাদেশ দল। তার আগে শেরেবাংলায় গত কদিন ধরেই চলছিল ক্রিকেটারদের অনুশীলন। আজ শুক্রবারও যথারীতি সকাল থেকে হোম অফ ক্রিকেটে ব্যস্ত সময় পার করেন ক্রিকেটাররা।
অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জাকের বলেছেন, ‘সবারই স্বপ্ন থাকে টেস্ট ক্রিকেট খেলার। সেটার জন্য দলে সুযোগ পেয়ে অবশ্যই ভালো লাগছে। প্রথম শ্রেণির ক্রিকেটে আমি ২০১৭ সাল থেকে খেলছি। যে সংস্করণই হোক, ঘরোয়া ক্রিকেটে আমি ভালো করার চেষ্টা করি। ওই রকম প্রক্রিয়ায়ই আগাই স্কোয়াডে যেহেতু নির্বাচিত হয়েছি, উনারা প্রস্তুত মনে করেছেন বলেই নিয়েছেন। এখন আমার দায়িত্ব, নিজের সেরা পারফরম্যান্স।’
এরপর আসন্ন ভারত সফর নিয়ে তরুণ এই ক্রিকেটার বলেছেন, ‘তাদেরকে (ভারতীয় বোলার) নিয়ে অবশ্যই পরিকল্পনা হচ্ছে, যারা যারা খেলবে। নিজের পরিকল্পনা অনুযায়ী খেলার চেষ্টা করব। অবশ্যই চ্যালেঞ্জ থাকবে। তবে এই চ্যালেঞ্জের মধ্য দিয়ে রান করা গেলে আমার মনে হয় অনেক ভালো কিছু হবে। যেহেতু সবশেষ সিরিজটা খুব ভালো গেছে, সেই আত্মবিশ্বাস তো অবশ্যই থাকবে।’