রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম দিনই বৃষ্টির বাগড়া
রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় টেস্টের শুরুর দিন থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদারের বরাতে ক্রিকেট পাকিস্তান জানিয়েছিল, দ্বিতীয় টেস্টের প্রথম দিন রয়েছে ঝড়ের শঙ্কা। হতে পারে প্রবল বৃষ্টিপাত। সত্যিই তাই। আজ শুক্রবার (৩০ আগস্ট) দিনের শুরু থেকেই বৃষ্টির বাধার মুখে পড়েছে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার টেস্ট। বৃষ্টির কারণে এখনও টস মাঠে গড়ায়নি। নির্ধারিত সময়ে খেলা হওয়ার সম্ভাবনাও নেই।
এর আগে এই মাঠে প্রথম টেস্টে প্রথম দিনেও একই চিত্র ছিল। সেদিন খেলা শুরু হতে দেরি হয়েছিল বৃষ্টির কারণে। আজও একই রূপ রাওয়ালপিন্ডিতে। ভেন্যুটির পিচ ও আউটফিল্ডের বড় একটা অংশ কাভার দিয়ে ঢাকা।
প্রথম ম্যাচ জেতায় দ্বিতীয়টি হারলেও ড্র হবে সিরিজ। আর বাংলাদেশ যদি ম্যাচ জেতে কিংবা ড্র করে, তাহলে সিরিজ নিজেদের করে নেবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ কোচ চন্ডিকা হাথুরুসিংহে দল নিয়ে আত্মবিশ্বাসী। পাকিস্তানের মাটিতে পাকিস্তানকে হারিয়ে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বেড়েছে বলে জানান তিনি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে গতকাল হাথুরুসিংহে বলেন, ‘মানসিকভাবে সবাই খুব চাঙ্গা আছে। পাকিস্তানকে পাকিস্তানের মাটিতে হারানো সহজ কাজ নয়। তারা অনেক শক্তিশালী দল। আমরা দ্বিতীয় ম্যাচেও দারুণ লড়াইয়ের প্রত্যাশা করছি।’
দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের একাদশ কেমন হবে, সেটি অবশ্য জানাননি প্রধান কোচ। তিনি যদিও পরিবর্তনের ইঙ্গিত দিয়ে রেখেছেন। একাদশ প্রসঙ্গে হাথুরুসিংহে বলেন, ‘এখনও পিচ দেখিনি। দেখার পর দল নির্বাচন করা যাবে। পরিস্থিতি অনুযায়ী একাদশে পরিবর্তন আসতে পারে। প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচের আবহাওয়া ভিন্ন, এর প্রভাব উইকেটে পড়বে। সেটি বিবেচনায় আমাদের একাদশ সাজাব।’
পাকিস্তান কোচ জেসন গিলেস্পি বলেন, ‘প্রথম টেস্টের ফল অপ্রত্যাশিত। যদিও, ক্রিকেটে এসব হয়ে থাকে। এগুলো সাধারণ ব্যাপার। আমাদের এখন সামনের দিকে তাকাতে হবে। দ্বিতীয় টেস্টে উন্নতি করতে হবে। পরিস্থিতির সঙ্গে মানিয়ে ম্যাচে পারফর্ম করতে হবে।