বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের আবহাওয়া নিয়ে সুসংবাদ
আগে থেকে শঙ্কা ছিল বৃষ্টি হবে রাওয়ালপিন্ডিতে। বাংলাদেশ-পাকিস্তান দ্বিতীয় টেস্টের প্রথম দিন হলোও তা-ই। প্রবল বৃষ্টিপাতে আজ শুক্রবার (৩০ আগস্ট) মাঠে গড়ায়নি কোনো বল। হয়নি এমনকি টসও। কয়েক ঘণ্টা অপেক্ষার পর ম্যাচ অফিসিয়ালরা প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন। শঙ্কা তৈরি হয়েছে দ্বিতীয় দিনের খেলা নিয়েও।
দ্বিতীয় দিন নিয়ে অবশ্য শঙ্কা নেই। শঙ্কামুক্ত করেছে আবহাওয়াবিষয়ক ওয়েবসাইট অ্যাকুওয়েদার। প্রথম দিনে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল তারাই। ম্যাচের দ্বিতীয় দিন নিয়ে তারা জানিয়েছে, বৃষ্টির ভয় নেই। বরং, রোদ উঠবে।
অ্যাকুওয়েদারের মতে, আগামীকাল রাওয়ালপিন্ডির আবহাওয়া আলাদা থাকবে। কাল বৃষ্টি হওয়ার কোনো শঙ্কা নেই। রোদ ঝলমল দিন দেখবে রাওয়ালপিন্ডির মানুষ। তবে, তাপমাত্রা থাকবে তুলনামূলক বেশি। পৌ৭ছাতে পারে ৩৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। ফলে, অতিরিক্ত গরম থাকতে পারে।
এর আগে আজ বাংলাদেশ সময় দুপুর ১টার পর প্রথম দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন দুই আম্পায়ার। অফিসিয়ালরা জানিয়েছেন, টানা বৃষ্টি এবং মাঠ ভেজা থাকায় দ্বিতীয় টেস্টের প্রথম দিনের খেলা শেষ ঘোষণা করা হল। প্রথম দিনের ক্ষতি পুষিয়ে নিতে ম্যাচের বাকি দিনগুলোতে ত্রিশ মিনিট করে অতিরিক্ত খেলা হতে পারে। মূলত প্রথম দিন টস না হওয়ায় ম্যাচটি এখন চার দিনের ম্যাচে রূপ নিয়েছে।