কী আছে রাওয়ালপিন্ডি টেস্টের ভাগ্যে?
ঐতিহাসিক জয়ের পর বাংলাদেশের সামনে সুযোগ দ্বিতীয় টেস্ট জিতে সিরিজ নিজেদের করে নেওয়ার। শান্তদের স্বপ্নপূরণের সেই ম্যাচে হানা দিল বৃষ্টি। টস ছাড়াই প্রথম দিনের খেলা পরিত্যক্ত হয়েছে। বাকি চারদিনের আবহাওয়া কেমন থাকবে? খেলা কি হবে? এমন সব প্রশ্ন ভক্তদের মনে। এবার জানা গেল রাওয়ালপিন্ডির আবহাওয়া কেমন থাকবে।
প্রথম দিনে যে বৃষ্টি আর বজ্রঝড় হবে, সে খবর আগেই দিয়েছিল আবহাওয়ার সংবাদবিষয়ক ওয়েবসাইট আকুওয়েদার। সেই পূর্বাভাস ঠিক প্রমাণ করে বৃষ্টির কারণে বলই মাঠে গড়াতে পারেনি। অবশ্য ভক্তদের সুখবর দিচ্ছে ওয়েবসাইটি। পূর্বাভাস বলছে, রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দিনটি একদমই ভিন্ন রকম থাকবে। কোনো বৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। রৌদ্রোজ্জ্বল একটি দিনই দেখতে পাবে রাওয়ালপিন্ডির মানুষ। দ্বিতীয় ও তৃতীয় দিনেও আবহাওয়া স্বাভাবিক থাকবে।
তবে, টেস্ট ম্যাচের চতুর্থ ও পঞ্চম দিনের খেলায় ফের বৃষ্টি হানা দিতে পারে। চতুর্থ দিন বজ্রবৃষ্টির পূর্বাভাস মিলছে। বৃষ্টির সম্ভাবনা ৪৫ শতাংশ। পুরো দিন ভেসে না গেলেও চতুর্থ দিন প্রতিকূল আবহাওয়ার প্রভাব থাকবে। শেষ দিনও বজ্রবৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা ৪৩ শতাংশ এবং তাপমাত্রা থাকবে ২৯-২২ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তাই বেশ হিসেব করেই খেলতে হবে দুদলকে। বৃষ্টির শঙ্কা থাকায় এই ম্যাচে ড্রয়ের সম্ভাবনা দেখছেন অনেকে।
বৃষ্টির ছাড়াওি ক্রিকেটারদের জন্য দুশ্চিন্তার কারণ হতে পারে অতিরিক্ত গরম। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩৪ ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সময় সকাল ১০টায় শুরু হওয়ার কথা খেলা। সেই সময় রাওয়ালপিন্ডির তাপমাত্রা থাকবে ৩০ ডিগ্রি সেলসিয়াস। অতিরিক্ত আর্দ্রতার কারণে যেটা অনুভূত হবে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।