কাউন্টিতে আজ মাঠে নামছেন সাকিব
আগামী ১৯ সেপ্টেম্বর মাঠে গড়াবে ভারত-বাংলাদেশ প্রথম টেস্ট। সেই টেস্টকে সামনে রেখে প্রস্তুতি শুরু করেছে ক্রিকেটাররা। দেশে না ফিরলেও মাঠের খেলায় ব্যস্ত সময় পার করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান। ইংলিশ কাউন্টিতে সারের হয়ে আজ মাঠে নামবেন তিনি।
টনটনে সমারসেটের বিপক্ষে ভাইটালিটি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে খেলতে নামছেন সাকিব। ইংল্যান্ড টেস্ট এবং আইটি-২০ দলের কারণে আটজন খেলোয়াড়কে ছাড়তে হয়েছে সারেকে। মূলত সেই ঘাটতি পূরণে সাকিবকে নিয়েছে তারা। এই ম্যাচ দিয়ে ভারত সিরিজের প্রস্তুতি সারবেন সাকিব।
সাকিবের বিষয়ে ক্লাব ডিরেক্টর অ্যালেক স্টুয়ার্ট বলেন, 'সাকিবের মতো একজন খেলোয়াড়কে আমাদের দলে নেয়ার সিদ্ধান্ত সহজ ছিল। আমাদের দুটি স্পিন অলরাউন্ডারের অভাব পূরণে তারি অভিজ্ঞতা এবং দক্ষতা আমাদের সাহায্য করবে। সাকিব অভিজ্ঞতা এবং ব্যাট-বলের অসাধারণ দক্ষতা নিয়ে আসছেন এবং সে সারের জন্য কী করতে পারেন তা দেখার অপেক্ষায় আছি।'
সাকিব আল হাসান বলেছেন, 'সারে বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ ক্লাব এবং এই ক্লাবকে প্রতিনিধিত্ব করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। আমি এখানে এসে দলের লক্ষ্য অর্জনে সহায়ক হতে চাই।' সারেতে তারকা কিংবা পরিচিত মুখ আর কারা আছেন, প্রতিপক্ষ সমারসেটেই বা কারা খেলছেন—সেটা দেখে নেওয়া যাক।
টনটনে একটি সেঞ্চুরি আছে সাকিবের। ২০১৯ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করেছিলেন তিনি। এর আগে কাউন্টিতে উস্টারশায়ারের হয়ে ৯টি চার দিনের ম্যাচে খেলেছেন সাকিব। রান করেছেন ৪১২, উইকেট নিয়েছেন ৪২টি। এই ম্যাচে কেমন করে সাকিব, সেটাই দেখার বিষয়। খেলা শুরু বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়। ভারতের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ ও তিনটি টি-টোয়েন্টি খেলতে আগামী ১৫ সেপ্টেম্বর দেশ ছাড়বে বাংলাদেশ। কাউন্টি খেলে সরাসরি দলের সঙ্গে ভারতে যোগ দেবেন তিনি।