তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন, মুখ খুললেন বিসিবিপ্রধান
লম্বা সময় ধরে মাঠের ক্রিকেটে নেই তামিম ইকবাল। গত বছরের ঠিক সেপ্টেম্বরে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে দেখা গেছে বাঁহাতি এ ওপেনারকে। আর মাঠে ফিরবেন কি না সে ব্যাপারেও নেই নিশ্চিত কোনো তথ্য। এর মধ্যেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে পরিচালক হিসেবে তামিমকে দেখা যাওয়ার গুঞ্জন রটেছে।
গত কয়েকদিন ধরেই ক্রিকেট পাড়ায় এই গুঞ্জন। এই গুঞ্জনের পেছনে অবশ্য বেশকিছু কারণও রয়েছে। কেননা ক্রিকেট থেকে দূরে থাকলেও সাম্প্রতিক সময়ে বিসিবিতে আনাগোনা বেড়েছে তামিমের। বিশেষ করে গত মাসে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের বিসিবি পরিদর্শনের সময়ও উপস্থিত ছিলেন তামিম। সে সময় থেকেই গুঞ্জনের শুরু।
এই গুঞ্জন আরও বেশি ডানা মেলে গত কয়েকদিন বিসিবির পরিচালকদের পদত্যাগের মাধ্যমে। আপাতত ক্রিকেট অপারেশন্সের মতো গুরুত্বপূর্ণ পদ ছাড়াও পরিচালকদের অন্তত তিনটি পদ খালি রয়েছে। ধারণা করা হচ্ছে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান জালাল ইউনূসের স্থলাভিষিক্ত হতে পারেন তামিম।
এর মধ্যে গত বৃহস্পতিবার দুপুরে বিসিবিতে যান তামিম। সেখানে প্রায় তিন ঘণ্টা অবস্থান করে বিকেল সাড়ে ৫টার দিকে বের হয়ে যান তিনি। এদিন বিসিবিপ্রধান ফারুক আহমেদ ও ক্রিকেটার নাজমুল হোসেন শান্তসহ ভারত সফরে ডাক পাওয়া আরও ৯ ক্রিকেটারের সঙ্গে দেখা করেন তিনি।
ওই বৈঠক নিয়ে আজ শনিবার জানতে চাওয়া হয় বিসিবিপ্রধান ফারুক আহমেদের কাছে। তামিমের সঙ্গে সেদিনের বৈঠক ইস্যুতে বিসিবি সভাপতি বলেছেন, ‘তামিম সেদিন এসেছিল সে ব্যাপারে জানতে চেয়েছেন। আমি সভাপতি হওয়ার পর ক্রিকেটারদের সঙ্গে বসতে পারিনি। তাই সেদিন বসা হয়েছিল। তামিম এসেছিল আমার সাথে দেখা করার জন্য। দ্বিতীয়ত, এখন যেহেতু কঠিন টাইম চলছে এতে আমাদের লিগগুলো-বিপিএল কীভাবে সময়মতো হবে সেই নিয়ে আলোচনা হয়েছে ওর সাথে। এ ছাড়া ওদের কিছু প্রস্তাবনা ছিল সেগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। এর বেশি কিছু না।’
এরপর আবারও তামিমের পরিচালক হওয়ার গুঞ্জন নিয়ে পাল্টা প্রশ্ন করা হয়। জবাবে মজার গুঞ্জনে ঘি ঢেলে বিসিবিপ্রধান উত্তর দিলেন—‘আপাতত সে খেলোয়াড়। অবসর নিয়েছে নাকি সে (তামিম)?’