পেসার নাহিদকে সামলাতে বিশেষ প্রস্তুতি ভারতের
টেস্ট ক্যারিয়ারের শুরুতেই ঝলক দেখিয়েছেন পেসার নাহিদ রানা। পাকিস্তানের বিপক্ষে সিরিজে বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সবচেয়ে জোরে বল করার রেকর্ড গড়ে সবাইকে চমকে দেন তিনি। ফুরফুরে মেজাজে থাকা এই ক্রিকেটারকে নিয়ে বেশ দুশ্চিন্তায় ভারত। আসন্ন সিরিজে নাহিদকে সামলাতে বিশেষ প্রস্তুতি নিচ্ছেন কোহলিরা।
সাধারণত ম্যাচের আগে কাল্পনিক পরিস্থিতি তৈরি করে অনুশীলন করেন ক্রিকেটাররা। হরহামেশাই এমনটা দেখা যায়। এবার নাহিদ রানাকে সামলাতে চেষ্টার কমতি রাখছে না স্বাগতিকরা। ধারণা করা হচ্ছে চেন্নাইয়ের উইকেট এবার হতে পারে পেসবান্ধব। যেখানে ভারতীয় পেসারদের পাশাপাশি বিপজ্জনক হয়ে উঠতে পারেন বাংলাদেশের নাহিদও। তাইতো নাহিদকে মোকাবিলায় আনা হয়েছে পাঞ্জাবের পেসার গুরনুরকে। যার উচ্চ্তা প্রায় নাহিদের সমান।
বাংলাদেশের নাহিদের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি। ফলে অনেক উচ্চতা থেকে বল ছাড়েন তিনি। পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে পাঁচটি উইকেট নিয়েছেন। বেশি উচ্চতা থেকে ছাড়ার কারণে তার বলের লেংথ এবং বাউন্সও আলাদা হয়। সেটারই মোকাবিলা করতে চাইছে ভারত।
জানা গেছে, গুরনুর এখনও পর্যন্ত প্রথম শ্রেণির ক্রিকেটে পাঁচটি ম্যাচ খেলেছেন। উল্লেখযোগ্য সাফল্য নেই। গত বছর আইপিএলের দল পাঞ্জাব কিংসেও ছিলেন। মূলত ৬ ফুট ৪.৫ ইঞ্চি উচ্চতা হওয়ার কারণে তাকে চার দিনের ক্যাম্পে ডাকা হয়েছে। লম্বা চওড়া হওয়ায় তিনি পিচ থেকে বাউন্স আদায় করে নিতে পারেন।
এর আগে বাংলাদেশের স্পিনারদের সামলাতে ভারত দল চেন্নাইয়ের অনুশীলন ক্যাম্পে ডেকেছে মুম্বাইয়ের স্পিনার হিমাংশু সিংকে। হিমাংশুর বোলিং অ্যাকশন অনেকটাই ভারতের অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিনের মতো।