রুট-ব্রুকের রেকর্ড গড়া ম্যাচে ৫০০’র দুয়ারে ইংল্যান্ড
মুলতান টেস্টের প্রথম দিন থেকেই নিষ্প্রাণ উইকেট। আগে ব্যাটিং করে পাহাড়সমান সংগ্রহ দাঁড় করিয়েছে পাকিস্তান। কিন্তু সেই সংগ্রহও যেন বৃথা। জো রুটের রেকর্ডময় ইনিংস ও হ্যারি ব্রুকের রেকর্ডময় সেঞ্চুরিতে ৫০০’র দুয়ারে দাঁড়িয়ে আছে ইংল্যান্ডও।
আজ বুধবার (৯ অক্টোবর) মুলতান টেস্টের তৃতীয় দিন শেষে ইংল্যান্ডের স্কোর ৩ উইকেটে ৪৯২ রান। পাকিস্তানের রান থেকে আর মাত্র ৬৪ রান দূরে আছে সফরকারীরা।
দিন শেষে উইকেটে ১৭৬ রানে অপরাজিত আছেন রুট। তার ২৭৭ বলের ইনিংস গড়া ১২টি চারে। তার সঙ্গে ১৪১ রানে অপরাজিত আছেন ব্রুক।
প্রথম দুদিনের মতো আজও উইকেটে রানের বন্যা। পুরো দিনে মাত্র উইকেট পড়েছে দুটি। ইংল্যান্ড এই দুই উইকেটের বিনিময়ে তুলেছে ৩৯৬ রান।
ইংল্যান্ডের হয়ে রুট ও ব্রুক দুজনেই করেছেন সেঞ্চুরি। দুজনেই গড়েছেন রেকর্ড। এই ম্যাচেই ইংলিশ তারকা ব্যাটার জো রুট ছাড়িয়ে গেলেন দেশটির সাবেক কিংবদন্তি অ্যালিস্টার কুককে। টেস্ট ক্রিকেটে কুককে ছাড়িয়ে রুটই এখন ইংল্যান্ডের সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহক।
কুকের চেয়ে মাত্র ৭০ রান পেছনে থেকে প্রথম টেস্ট শুরু করেন রুট। মুলতান টেস্টের প্রথম ইনিংসেই সেই মাইলফলক স্পর্শ করেন ৩৪ বছর বয়সী রুট। সাবেক ইংলিশ অধিনায়ক কুকের করা ১২ হাজার ৪৭২ রান টপকে গেছেন রুট। পাশাপাশি জায়গা করে নিয়েছেন সর্বকালের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় পঞ্চম স্থানে। এ ছাড়া প্রথম ব্যাটসম্যান হিসেবে এই বছরে টেস্টে হাজার রানের মাইলফলকও আজ ছুঁয়েছেন রুট।
অন্যদিকে আরেক ব্যাটার ব্রুক প্রথম ব্যাটসম্যান হিসেবে পাকিস্তানের মাটিতে টানা চার টেস্টে সেঞ্চুরির কীর্তি গড়েন। দিনের শেষ পর্যন্ত উইকেটে থাকা ব্রুক খেলেছেন ১৭৩ বল। যা সাজানো ১২টি বাউন্ডারি আর এক ছক্কায়।
সেই সঙ্গে রুট ও ব্রুকের অবিচ্ছিন্ন চতুর্থ উইকেট জুটির রান এখন ২৪৩। পাকিস্তানের মাটিতে যেকোনো উইকেটে ইংল্যান্ডের সর্বোচ্চ জুটি এটিই।
আগামীকাল এই জুটি ঠিক কতরানে দাঁড়ায় সেটাই দেখার অপেক্ষা। সেই সঙ্গে নিষ্প্রাণ উইকেটে পাকিস্তানের বোলাররা প্রাণ ফেরাতে পারেন কিনা সেটাও দেখার পালা।