খুলনাকে শিরোপার স্বাদ দিতে চান মিরাজ
গত মৌসুমে প্রথমবারের মতো বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) শিরোপা জেতেন মেহেদী হাসান মিরাজ। বাংলাদেশ জাতীয় দলের এই অলরাউন্ডার অবশ্য আসন্ন মৌসুমে থাকছেন না বরিশালে। এবারের বিপিএলে তিনি খেলবেন খুলনা টাইগার্সের হয়ে। যেখানে তার সঙ্গে আছেন বাংলাদেশ দলের সাবেক ও বর্তমান একাধিক সতীর্থ।
আগামী বিপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে আজ সোমবার (১৪ অক্টোবর)। রাজধানীর একটি পাঁচতারকা হোটেলে আয়োজিত হয় অনুষ্ঠানটি। নিলাম শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মিরাজ। সেখানে, আবারও শিরোপা জয়ের আশা ব্যক্ত করেন তিনি।
মিরাজ বলেন, ‘গতবার আমি বরিশালের হয়ে চ্যাম্পিয়ন হই। সেবারই আমি প্রথমবার বিপিএলের শিরোপা জিতি। এবার খুলনায় এসেছি। দলটির মালিকানাও নতুন। খুলনার মানুষ কখনও বিপিএলের ট্রফি পায়নি। আমি তাদের শিরোপার স্বাদ দিতে চাই। আমাদের দলে ইমরুল কায়েস, আফিফ হোসেনের মতো অভিজ্ঞ খেলোয়াড় আছে।’
খুলনাকে চ্যাম্পিয়ন করার কথা বলার পাশাপাশি মিরাজ মনে করেন, স্থানীয় ক্রিকেটারদের জন্য বিপিএল একটি সুযোগ। তার মতে, এখানে ভালো খেললে সেটি আন্তর্জাতিক পর্যায়ে কাজে দেবে।
খুলনা টাইগার্স
দেশি খেলোয়াড় : মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, মোহাম্মদ নাঈম, ইমরুল কায়েস, মাহিদুল ইসলাম, আবু হায়দার, জিয়াউর রহমান, মাহফুজুর রহমান, মাহমুদুল হাসান।
বিদেশি খেলোয়াড় : ওশানে থমাস, মোহাম্মদ হাসনাইন, লুইস গ্রেগরি, মোহাম্মদ নেওয়াজ।