বিপিএলে আসছেন হাই-প্রোফাইল কোচ মিকি আর্থার
বিশ্বের নামি দামি কোচদের মধ্যে একজন হলেন মিকি আর্থার। তাকেই এবার দলে ভিড়িয়েছে বিপিএলের শক্তিশালী দল রংপুর রাইডার্স। বাংলাদেশের ঘরোয়া লিগটির ১১তম আসরে রংপুরের কোচিং দায়িত্বে থাকবেন এই দক্ষিণ আফ্রিকান কোচ।
গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) আর্থারকে আনার ঘোষণা দিয়েছে রংপুর রাইডার্স। ফ্র্যাঞ্চাইজিটির ফেইসবুকে এক পোস্টে কোচের ছবি পোস্ট করে তারা লিখেছে, ‘রংপুর রাইডার্সে স্বাগতম প্রধান কোচ মিকি আর্থার। এমন বিশ্বমানের কোচের হাত ধরে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত রংপুর রাইডার্স!’
এই নিয়ে দ্বিতীয়বারের মতো বিপিএলে আসছেন আর্থার। এর আগে সবশেষ ২০১৫ সালের বিপিএলে ডায়নামাইটসের কোচ ছিলেন এই প্রোটিয়া তারকা কোচ।
বিশ্বের বিভিন্ন দেশে কোচের ভূমিকায় কাজ করেন আর্থার। ক্রিকেটার ক্যারিয়ারে দেশের জার্সিতে খেলার সুযোগ না পেলেও কোচ হিসেবে তার সুনাম বেশ।
কোচিং ক্যারিয়ারের শুরুর দিকে দক্ষিণ আফ্রিকার ঘরোয়া ক্রিকেটে কোচ হিসেবে দায়িত্ব পালন করেন আর্থার। এরপর ২০০৫ সালে দক্ষিণ আফ্রিকার জাতীয় দলের দায়িত্ব পালন করেন। প্রায় পাঁচ বছর জ্যাক ক্যালিস, এবি ডি ভিলিয়ার্স, ডেল স্টেইনদের কোচ হিসেবে কাজ করেন তিনি। এ ছাড়া পাকিস্তানের প্রধান কোচ হিসেবেও দায়িত্ব পালন করেন এই প্রোটিয়া কোচ। তার অধীনেই ২০১৭ চ্যাম্পিয়ন্স ট্রফি জয়, টেস্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার কীর্তি গড়েছিল পাকিস্তান।