সাকিবের শূন্যতা পূরণে হিমশিম খাচ্ছেন শান্তরা
অনিশ্চয়তা কেটে যাওয়ার পর সাকিব আল হাসানকে রেখেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা করা হয়। বিসিবি থেকে জানানো হয়, বিদায়ী টেস্ট খেলতে দেশে ফিরবেন অভিজ্ঞ এই অলরাউন্ডার। তবে, হুট করেই বদলে যায় দৃশ্যপট। নিরাপত্তা শঙ্কা থাকায় দেশে ফিরতে পারেননি সাকিব। হঠাৎ করেই সাকিবের এমন শূণ্যতা পূরণে হিমশিম খাচ্ছে বাংলাদেশ দল, এমনটাই জানিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আজ রোববার (২০ অক্টোবর) ম্যাচপূববর্তী সংবাদ সম্মেলনে সাকিব প্রসঙ্গে কথা বলেন শান্ত। সাকিবকে ছাড়া মানিয়ে নিতে সমস্যা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে শান্ত বলেন, ‘না অবশ্যই, সাকিবকে ছাড়া আমাদের সমস্যা হচ্ছে মানিয়ে নিতে। আসলে এটা আমাদের নিয়ন্ত্রণে নেই। যে প্লেয়াররা আছে, তাদের মানিয়ে নিয়ে নিজের সেরাটা দেবেন, এমনটাই আমি প্রত্যাশা করি। এর বাইরে তো আর কিছু করার নেই। সাকিবের মতো প্লেয়ার তো আমাদের নেই। মিরাজ সেই জায়গায় নিজেকে নেওয়ার চেষ্টা করছে।’
শান্ত আরও যোগ করেন, ‘আমি যেটা বললাম দুর্ভাগ্যজনক। এমনটা হবে ভাবিনি। তবে, টেস্ট ম্যাচের আগের দিন আমি এটা নিয়ে বেশি কিছু বলতে চাই না। আমরা খেলায় ফোকাস করতে চাই। আমরা সবাই জানিয়ে উনি এখান থেকে শেষ করতে পারলে খুব ভালো হতো। আমরা সবাই জানি কেন উনি এখানে আসতে পারছে না। আমরা নিজেদের সেরাটা যাতে দিতে পারি, সেটাই আমাদের ফোকাস।’