ভারতকে হারিয়ে খুশির জোয়ারে ভাসছে নিউজিল্যান্ড
এক সাফল্যের জন্য অপেক্ষা করতে হয়েছে বছরের পর। খেলতে হয়েছে ১৩টি সিরিজ। তবুও একটিতেও জয় মেলেনি। অবশেষে এলো অধরা সিরিজ জয়। নিজেদের টেস্ট ক্রিকেট ইতিহাসে প্রথমবারের মতো ভারতের মাটিতে টেস্ট সিরিজ জয়ের ইতিহাস গড়ল নিউজিল্যান্ড। ১৯৫৫ সাল থেকে ভারত সফর করতে থাকা কিউইরা ২০২৪ সালে এসে পেল প্রথম সিরিজ জয়ের স্বাদ। তাইতো এই আনন্দের জোয়ারে খুশির বন্যা বইছে নিউজিল্যান্ড শিবিরে।
পুনে টেস্টে তিন দিনেই রোহিত শর্মার দলকে ১১৩ রানে হারিয়েছে নিউজিল্যান্ড। বড় জয়ে এক ম্যাচ হাতে রেখেই ইতিহাস গড়েছে সফরকারীরা।
নিয়মিত অধিনায়কের দায়িত্ব পেয়ে এই ইতিহাস গড়তে পেরে উচ্ছ্বসিত টম ল্যাথাম। স্বাভাবিকভাবে এই জয়ের অর্জন ছুঁয়ে যাচ্ছে কিউই তারকাকে। সেই আনন্দের কথা জানিয়ে অধিনায়ক বলেছেন, ‘আসলে ধরে নিতে পারেন আমি ভাষা হারিয়ে ফেলেছি অনেকটা। এটা আমাদের দলের জন্য গৌরবের মুহূর্ত। শ্রীলঙ্কা সিরিজে আশা অনুসারে ভালো করতে না পারার পরও এখানে এসে যেমন ক্রিকেট আমরা খেলেছি সেটা সত্যিই দুর্দান্ত। দুই ম্যাচেই সিরিজ জিতে আমরা খুব গর্বিত।’
এরপর ল্যাথাম যোগ করেন, ‘নিউজিল্যান্ডের অনেক দল এখানে এসেছে যুগে যুগে। এখানে সিরিজ জিততে পারা প্রথম দল হতে পারাটা স্পেশাল এক অর্জন এবং এই দল নিয়ে আমি গর্বিত।’