দাপুটে বোলিংয়ের পর দিন শেষে বিপাকে ভারত
প্রথম দিনের পুরোটাই নিজেদের করে নিতে পারতো ভারত। দাপুটে বোলিংয়ে নিউজিল্যান্ডকে গুড়িয়ে সেই কাজটা সহজ করে দিয়েছিলেন ওয়াশিংটন সুন্দর ও রবীন্দ্র জাদেজা। কিন্তু ব্যাটিংয়ে নেমে শেষটা এলোমেলো করে দিলেন ভারতীয় ব্যাটাররা। মুম্বাই টেস্টে প্রথম দিনের তৃতীয় সেশনে চার উইকেট হারানোর অস্বস্তি নিয়ে দিন শেষ করল রোহিত শর্মার দল।
আজ শুক্রবার (১ নভেম্বর) টেস্টের প্রথম দিন শেষে চার উইকেট হারিয়ে ৮৬ রানে দিন শেষ করে ভারত। দিন শেষে উইকেটে ৩১ রানে অপরাজিত শুভমান গিল। তার সঙ্গে ১ রানে ব্যাট করছিলেন রিশাভ পন্থ। নিউজিল্যান্ড থেকে ১৪৯ রান পিছিয়ে থেকে আগামীকাল দ্বিতীয় দিন শুরু করবে স্বাগতিকরা।
আজ আগে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে ২৩৫ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। যদিও তাদের ব্যাটিংয়ের শুরুটাও ছিল আশা জাগানিয়া। কিন্তু শেষ দিকে ৭৬ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে ইনিংস ইতি টানে কিউরা। দলের হয়ে সর্বোচ্চ ১২৯ বলে ৮২ রান করে ড্যারিল মিচেল।
নিউজিল্যান্ডকে অল্পতে থামানোর পর উইকেট না হারালে পুরো দিনটাই হতো ভারতের। কিন্তু ভারতের চার ব্যাটার সাজঘরে ফিরলে সেই চেষ্টা বৃথা যায়।
রান তাড়ায় এক উইকেটে ৭৮ রানের পুঁজি থেকে ৮৪ তে যেতেই ভারত এলোমেলো হয়ে যায়। অ্যাজাজ প্যাটেলের জোড়া শিকার ও ম্যাট হেনরির আঘাতের পর কোহলির রান আউটে শেষ বিকেলে চিন্তায় পড়ে ভারত।
আজ টেস্টের প্রথম দিনই দুই দল মিলিয়ে পতন হয়েছে ১৪ উইকেটের। এর মধ্যে নিউজিল্যান্ডের ১০ উইকেট। কিউইদের ১০ উইকেটের ৫ টি নিয়েছেন জাদেজা। ৪টি নিয়েছেন ওয়াশিংটন সুন্দর।
সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড ১ম ইনিংস: ৬৫.৪ ওভারে ২৩৫ (ল্যাথাম ২৮, কনওয়ে ৪, ইয়াং ৭১, রাচিন ৫, মিচেল ৮২, ব্লান্ডেল ০, ফিলিপস ১৭, সোধি ৭, হেনরি ০, অ্যাজাজ ৭, ও’রোক ১*; সিরাজ ৬-০-১৬-০, আকাশ ৫-০-২২-১, অশ্বিন ১৪-০-৪৭-০, ওয়াশিংটন ১৮.৪-২-৮১-৪, জাদেজা ২২-১-৬৫-৫)।
ভারত ১ম ইনিংস: ১৯ ওভারে ৮৬/৪ (জয়সওয়াল ৩০, রোহিত ১৮, গিল ৩১*, সিরাজ ০, কোহলি ৪, পান্ত ১*; হেনরি ৫-১-১৫-১, ও’রোক ২-১-৫-০, অ্যাজাজ ৭-১-৩৩-২, ফিলিপস ৪-০-২৫-০, রাচিন ১-০-৮-০)।