হঠাৎ শেরেবাংলায় অনুশীলনে তামিম
গত দেড় বছরে দেশের ক্রিকেটে সবচেয়ে উচ্চারিত নাম বোধহয় তামিম ইকবাল। মাঠের খেলায় না থাকলেও নানা ইস্যুতে বারবার এসেছে তামিমের নাম। সবচেয়ে বড় যে আলোচনা—তিনি কবে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবেন? সর্বশেষ বিপিএলে খেললেও জাতীয় দলে তিনি নেই প্রায় দেড় বছর ধরে।
সম্প্রতি ফের আলোচনায় এসেছে তামিমের জাতীয় দলে খেলার প্রসঙ্গ। সেই পালে জোর হাওয়া লাগল আজ রোববার (৩ নভেম্বর)। মিরপুর শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে ব্যাট হাতে আজ অনুশীলন করেন তামিম। সঙ্গী হিসেবে ছিলেন জাতীয় দলের দুই ক্রিকেটার তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ।
নিজের ফেরা প্রসঙ্গে কিছুদিন আগে তামিম বলেছিলেন, ‘সবাই বলছে আমি যাতে ফিরে আসি, তারা আমাকে চায়। তবে, আমি যদি ৪-৫টি ম্যাচের জন্য আসি, সেটা কি বাংলাদেশ দলকে সাহায্য করবে? যদি একটা সঠিক পরিকল্পনা থাকে যে তারা আসলে কি অর্জন করতে চায়, তাহলে হয়তো আমি বিষয়টি নিয়ে ভেবে দেখব এবং আমরা পরবর্তীতে কথা বলতে পারি।’
বাইশ গজে তামিমের ফেরা না ফেরাকে একপাশে রেখে মাঝে গুঞ্জন উঠেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালকও হতে পারেন তিনি। তবে, সবকিছুর উত্তর বরাবরের মতোই সময়ের হাতে। তামিমের অনুশীলনে ফেরাটা আপাতত হতে পারে আসন্ন বিপিএলকে কেন্দ্র করেও।