তাসকিনের বলে বাংলাদেশের শুভসূচনা
প্রায় তিন দশক (২৯ বছর) পর শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে ওয়ানডে খেলতে নেমেছে বাংলাদেশ। এর বাইরে সম্প্রতি টি-টোয়েন্টি ও টেস্ট খেললেও ওয়ানডেতে দীর্ঘদিন পর মাঠে নেমেছে বাংলাদেশ। শারজায় আজ বুধবার (৬ নভেম্বর) চলছে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে।
টস হেরে বোলিংয়ে নামে বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের অবশ্য দেরি হয়নি উইকেট পেতে। তাসকিন আহমেদের হাত ধরে আসে ম্যাচের প্রথম সাফল্য। আফগান ওপেনার রহমতউল্লাহ গুরবাজ ইনিংসের দ্বিতীয় ওভারেই বিলিয়ে দেন নিজের উইকেট। তাসকিনের অফস্ট্যাম্পের বাইরের বলে খোঁচা মারতে যান সাত বলে পাঁচ রান করা গুরবাজ। দারুণ এক ড্রাইভে উইকেটের পেছনে ক্যাচ লুফে নেন মুশফিকুর রহিম। সাত রানে ভাঙে আফগানদের উদ্বোধনী জুটি।
যে একাদশ নিয়ে আফগান লড়াইয়ে নামল বাংলাদেশ
টেস্টের হতাশা ও দেশের ক্রিকেটের চলমান অবস্থা থেকে উত্তরণের উপায়, একটি জয়। যে জয়ে বাড়বে আত্মবিশ্বাস। আফগানদের বিপক্ষে সেই জয়ের লক্ষ্যে বাংলাদেশ ভরসা রেখেছে পুরোনো তারকাদের ওপরই। তিন পেসার নিয়ে আফগান ব্যাটারদের মোকাবিলায় নেমেছে ফিল সিমন্সের শিষ্যরা।
আগে ব্যাট করা আফগানদের অল্পতে থামানোর মিশনে পেস আক্রমণে আছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান। বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন রিশাদ হোসেন। তরুণ এই লেগ স্পিনারের ওপর দলের প্রত্যাশা অনেক।
অলরাউন্ডার হিসেবে বাংলাদেশ দলে মেহেদী হাসান মিরাজের দায়িত্ব বেড়েছে। আজও তার ওপর চোখ থাকবে সবার। সঙ্গে মাহমুদউল্লাহ তো আছেনই। ব্যাটিংয়ে টপঅর্ডার ভোগাচ্ছে দীর্ঘদিন ধরে। বিশেষত ওপেনাররা। সেই হতাশা কাটানোর সুযোগ তানজিদ হাসান তামিম ও সৌম্য সরকারের সামনে।
বাংলাদেশ দলের একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম
প্রথম ওয়ানডেতে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
প্রতিবন্ধকতা অনেক। সেসব কাটিয়ে নতুন শুরুর প্রত্যয় বাংলাদেশের সামনে। সেই লক্ষ্যে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আজ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে বোলিংয়ে বাংলাদেশ।
বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘আমরা বেশ অধীর হয়ে আছি। মাঠে নামতে উন্মুখ হয়ে আছে ছেলেরা। সবার মধ্যেই আত্মবিশ্বাস কাজ করছে। আমাদের বোলিং আক্রমণ কয়েক বছরে বেশ উন্নত হয়েছে। আশা করি তারা আজও ভালো করবে।’