হারের পর ব্রাজিলের রেফারিকে দোষ দিলেন মেসিরা
বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে প্যারাগুয়ের কাছে ২-১ গোলে হেরেছে আর্জেন্টিনা। আজ শুক্রবার (১৫ নভেম্বর) ঠিক স্বভাবসুলভ ভঙ্গিতে খেলতে পারেননি লিওনেল মেসিরা। নিজেদের হতশ্রী পারফরম্যান্স এবং প্রতিপক্ষের দারুণ খেলায় ম্যাচটি হারতে হয় আর্জেন্টিনাকে। তবে, হারের পর ম্যাচে দায়িত্বরত ব্রাজিলিয়ান রেফারি অ্যান্ডারসন দারোঙ্কোকে দোষ দিলেন মেসিদের কোচ লিওনেল স্কালোনি।
স্কালোনি ম্যাচের পর দোষ দিলেও মাঠেই দারোঙ্কোর সঙ্গে কথার লড়াইয়ে জড়ান মেসি। বিরতির আগে আঙুল উঁচিয়ে রেফারিকে শাসান মেসি। বিনিময় হয় উত্তপ্ত বাক্য। আর সংবাদ সম্মেলনে এসে আর্জেন্টিনা কোচ জানান, অনেক কিছুই বলা যায়। মাঠে কী ঘটেছে তা সবাই দেখেছে।
ঘটনা মূলত শুরু হয় প্রথমার্ধে। ৩৩ মিনিটে বাজে একটি ফাউলের জন্য হলুদ কার্ড দেখেন প্যারাগুয়ে ডিফেন্ডার ওমর আলদেরেতে। কার্ড খাওয়ার চার মিনিটের মাথায় আবার ফাউল করেন তিনি। এবার তার শিকার মেসি। আর্জেন্টিনার খেলোয়াড়দের জোরালো দাবির মুখেও আলদেরেতেকে দ্বিতীয় হলুদ কার্ড দেখাননি রেফারি। যা দেখালে তখনই ১০ জনের দলে পরিণত হতো প্যারাগুয়ে। সেটি হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধে আলদেরেতের গোলেই পিছিয়ে পড়ে আর্জেন্টিনা।
ম্যাচের পর সংবাদ সম্মেলনে স্কালোনি বলেন, ‘চাইলে অনেক কিছু বলা যেতে পারে। সেসব অর্থহীন মনে হবে। কারও কাছে লাগবে অজুহাত দেখাচ্ছি। মাঠে কী ঘটেছে তা আমরা সবাই দেখেছি। তাই এসব না বলাই ভালো।’