মাঠে নেমেই তাইজুল-মিরাজের মাইলফলক
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে মাঠে নেমেই মাইলফলক স্পর্শ করেছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। অ্যান্টিগায় দুজনেই নিজেদের টেস্ট ক্যারিয়ারের ৫০তম ম্যাচ খেলতে মাঠে নেমেছেন।
দ্রুততার হিসেবে বাংলাদেশে তৃতীয় ক্রিকেটার হিসেবে ৫০তম টেস্ট খেলতে নেমেছেন মিরাজ। টেস্টে অর্ধশতক করতে মিরাজের লেগেছে ৮ বছর ১ মাস তিন দিন। এই তালিকায় তাইজুল আছেন ছয় নম্বরে। তার সময় লেগেছে ১০ বছর ২ মাস ১৭ দিন।
তবে অভিষেক বিবেচনায় বাংলাদেশের অষ্টম ক্রিকেটার হিসেবে টেস্টে পঞ্চাশ ছুঁয়েছেন তাইজুল। আর মিরাজের অবস্থান নবম।
২০১৬ সালে চট্টগ্রামে ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের ক্রিকেটে অভিষিক্ত হন মিরাজ। অভিষেকের পর থেকে দলের অন্যতম ভরসা হয়ে ওঠেন তিনি। সাকিব আল হাসানের মতো বিশ্বসেরা অলরাউন্ডারের ছায়ায় থেকেও মিরাজ ছিলেন আপন আলোয় উজ্জ্বল। এখনতো তিনিই দলের সবচেয়ে বড় অলরাউন্ডার। মোহাম্মদ রফিক ও সাকিবের পর তৃতীয় বাংলাদেশি হিসেবে টেস্টে এক হাজার রান ও ১০০ উইকেটের কৃতিত্ব অর্জন করেছেন মিরাজ।
অন্যদিকে টেস্টে ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অভিষেক হয় তাইজুলের। এত বছর পর সেই ক্যারিবীয়দের বিপক্ষেই ৫০তম টেস্ট খেলতে নেমেছেন অভিজ্ঞ এই স্পিনার।