'এই দেশে ট্রল হতে হতে অনেকে তারকা হয়ে যায়'
লাইট-ক্যামেরা আর ভাইরালের যুগে বরাবরই আড়ালের নায়ক তাইজুল ইসলাম। মাঠে ভালো করুক কিংবা খারাপ, কোনো কিছুতেই পাদপ্রদীপের আলো তাকে খুব বেশি স্পর্শ করে না। সেই তাইজুলই চলমান ঢাকা টেস্টের প্রথম দিন শেষে চমকে দিলেন গণমাধ্যমকে। নানা প্রশ্নের সাহসী জবাব আর বিনোদনে ভরিয়ে তুললেন সংবাদ সম্মেলন কক্ষ।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঢাকা টেস্টের প্রথম দিন শেষে বাংলাদেশকে লড়াইয়ে রাখার একমাত্র নায়ক তাইজুল। ব্যাটিং দুর্দশায় হতাশায় ডোবা বাংলাদেশকে বোলিং দিয়ে আশার আলো দেখালেন এই স্পিনার।
আজ সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তাইজুল ৫ উইকেট তুলে নিয়েছেন। তাতে দিন শেষে কিছুটা হলেও অস্বস্তি ছিল প্রোটিয়াদের। দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনের সামনে আসেন তাইজুলই।
সংবাদ সম্মেলনে এসেও তার নিজের থেকে বেশি কথা শোনেন সাকিবকে নিয়ে। তাছাড়া এত বছর মাঠের ক্রিকেটে ভালো করে খুব একটা নিজের সুনাম শোনেননি তিনি। সেই অভিমানেরই যেন জানান দিলেন আজ।দেশের বাস্তবতার চিত্র তুলে ধরে তাইজুল বলেছেন, 'আসলে আমাদের দেশে সত্যি কথা বলতে অনেক সময় অনেক কিছুই মুখে মুখে হয়। বিষয়টা হলো যে, অনেকে আছে যে, খারাপ করেও অনেক সময় ট্রল হতে হতেই তারকা হয়ে গেছে। আবার অনেকে ভালো খেলেও তারকা হতে পারেনি। আমি এটা মেনে নিয়েছি। মেনে নেওয়া ছাড়া কোনো উপায় নেই।'
নিজের জবাবের পর আবার বিশ্বের বিভিন্ন তারকাদের কথা উল্লেখ করে নিজেকে সান্ত্বনা দিলেন অভিজ্ঞ এই স্পিনার।
তাইজুল বলেন, 'দেখুন বঞ্চিতের এখানে কিছু নেই। বিশ্বের অনেক বড় বড় খেলোয়াড় আছে, তারা যখন খেলেছে… অনেক উদাহরণ আছে। যখন মুরালিদারান ছিল, ওই সময় কিন্তু রঙ্গনা হেরাথ খেলতে পারেনি। হেরাথ যখন এসেছে, তখন অনেক উইকেট পেয়েছে এবং লম্বা সময় খেলেছে। আমিও সামনে দেখি ভালো কিছু হয় নাকি। আর আমার ক্যারিয়ার যে খুব খারাপ আছে, তা বলব না। ক্যারিয়ার খুব ভালো আছে। সব কন্ডিশনে সবসময় আপনি তিনটা স্পিনার খেলাতে পারবেন না। অনেক জায়গায় একটি স্পিনারই খেলাতে হবে। তবে কোনো সময় দলের ভেতরে, কোনো সময় বাইরে থাকতে হয়েছে। আমার যতদিন দিনের ক্যারিয়ার সে জায়গা থেকে আরও বেশি ম্যাচ খেলা উচিত ছিল। সে জায়গা থেকে হয়নি আর কী।'