ব্রাজিলকে হারিয়ে ফাইনালে আর্জেন্টিনা, অতঃপর শিরোপা জয়
অক্টোবরে ব্রাজিলের কাছে ফুটসাল বিশ্বকাপের ফাইনালে হেরেছিল আর্জেন্টিনা। সেই হারের প্রতিশোধ বেশ ভালোভাবে নিয়েছে আর্জেন্টাইনরা। কনমেবল সাফ ২০ ফুটসালের সেমিফাইনালে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়েছে দলটি। পরে ফাইনালে কলম্বিয়াকে হারিয়ে টুর্নামেন্টের শিরোপা জিতে নেয় আর্জেন্টিনা।
পেরুর লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে রোববার (২৪ নভেম্বর) দ্বিতীয় সেমিতে মুখোমুখি হয়েছিল ব্রাজিল-আর্জেন্টিনা। সুপার ক্ল্যাসিকোতে আলবিসেলেস্তেদের কাছে পাত্তা পায়নি সেলেসাওরা। ২-০ গোলে হেরে যায় ফুটসালের বর্তমান বিশ্বসেরা ব্রাজিল। এর আগে সেমিফাইনালে ওঠার পথে ইকুয়েডরকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছিল আর্জেন্টিনা। দ্বিতীয় সেমিতে জিতে ফাইনালে কলম্বিয়ার মুখোমুখি হয় দলটি।
একই দিনে ফাইনালে নামা দলটির কাছে ছিল আত্মবিশ্বাস। তার প্রতিফলন দেখা গেছে মাঠে। কলম্বিয়ার বিপক্ষে আর্জেন্টিনার জয়ের ব্যবধান ৪-২ গোল। এই জয়ে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্বের স্বাদ পায় আকাশি-নীলরা। আর সেমিতে ব্রাজিলের বিপক্ষে জয়টি ছিল প্রতিশোধের। একই টুর্নামেন্টে তাই প্রতিশোধ ও শিরোপা, দুইয়ের স্বাদই পেয়েছে ফুটসাল খেলোয়াড়রা।