অভিজ্ঞতা ও তারুণ্যের মিশেলে জয় এসেছে : তাইজুল
সিরিজ বাঁচাতে বাংলাদেশকে জিততেই হতো। জ্যামাইকায় এমন ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হেসেখেলে হারিয়েছে বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টের প্রথম ইনিংসে ব্যাট হাতে ব্যর্থ হলেও বোলিংয়ে দারুণ করে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাটে-বলে উজ্জ্বল ছিল গোটা দল। সবার সম্মিলিত প্রচেষ্টায় এসেছে ১০১ রানের চমৎকার জয়।
ওয়েস্ট ইন্ডিজকে তাদের মাটিতে হারানোর পেছনে দ্বিতীয় ইনিংসে সবচেয়ে বড় ভূমিকা রেখেছেন তাইজুল ইসলাম। বর্তমানে বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এই স্পিনার তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ১৫তম ফাইফার। তার স্পিন ঘূর্ণিতে কুপোকাত হয়েছে ক্যারিবীয়রা। ৫০ রানে পাঁচ উইকেট তুলে নেন তাইজুল। যাতে, ১৮৫ রানে গুটিয়ে যায় স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ।
টানা পাঁচ হারের পর সাদা পোশাকে জয় পেয়েছে বাংলাদেশ। তাইজুলের কাছে এটি বিশেষ কিছু। তার মতে, গোটা দলই জয়ের জন্য মুখিয়ে ছিল। অভিজ্ঞতা ও তারুণ্যের সম্মিলনে এসেছে এই জয়। ম্যাচ শেষে আজ বুধবার (৪ ডিসেম্বর) বিসিবির দেওয়া এক ভিডিওবার্তায় এসব কথা বলেন তাইজুল।
তাইজুল বলেন, ‘অবশ্যই আমাদের দলের জন্য এটি অনেক বড় পাওয়া। দলে বেশিরভাগ তরুণ খেলোয়াড় ছিল। কয়েকজন আছেন আট-দশ বছর ধরে খেলছে। সবার মধ্যে ভালো রসায়ন ছিল। জয়ের একটা তাড়না ছিল। বিশ্বাস করতাম, ম্যাচটা আমরা জিতব। সেজন্য সবাই যে চেষ্টাটা করেছে, সেটি অতুলনীয়।’